টানা ৭ দিন চলবে কাজ, বদলে গেল একাধিক ট্রেনের সময়সূচী! বিপদে পড়ার আগে দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : গত এক মাসে বেশ কিছু দুর্ঘটনার সম্মুখীন হয়েছে রেল (Indian Railways)। অনেক যাত্রীর কাছে তাই রেল সফর এখন আতঙ্কের একটা নাম। এমন অবস্থায় আগে থেকেই সতর্কতা অবলম্বন করে লাইন মেরামতির কাজ করতে চাইছে রেল দপ্তর। জানা গিয়েছে খড়গপুর ডিভিশনে টানা সাত দিন রেলের পক্ষ থেকে লাইন মেরামতির কাজ করা হবে। উড়িষ্যার বালেশ্বর ভয়াবহ করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর কিছুদিন আগে বাঁকুড়ার ওন্দায় দুটি মাল গাড়ির সংঘর্ষ হয়।

করমন্ডল দুর্ঘটনার মাত্র ২৩ দিনের মাথায় এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তিতে স্বাভাবিকভাবেই আতঙ্কিত রেল যাত্রীরা। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়েও। খড়গপুর ডিভিশনে একাধিক দুর্ঘটনার পর দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখার খড়্গপুর ডিভিশন কর্তৃপক্ষ আগেভাগে সতর্কতা অবলম্বন করতে চাইছে। খড়্গপুর ডিভিশনের ভদ্রক-খড়্গপুর লাইনে এবং হাওড়া-খড়্গপুর লাইনে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ চলবে আগামী ২৬ শে জুন থেকে ২ রা জুলাই পর্যন্ত।

অর্থাৎ টানা সাত দিন খড়গপুর ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ। দক্ষিণ পূর্ব রেলওয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, খড়গপুর ডিভিশনের কাজ চলার ফলে ১৪ টি দূরপাল্লার ট্রেনের সময়সীমা ৩০ থেকে ৬০ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রিত হতে পারে। এই নিয়ন্ত্রণের ফলে স্বাভাবিকভাবেই কিছুটা হলেও দেরিতে চলবে ট্রেন। রেলের পক্ষ থেকে আগে থেকে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। মূলত ট্রেন লাইনে বিভিন্ন ত্রুটি ও আপগ্রেডিটেশনের কাজের জন্যই এই সাত দিন ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করা হবে।

indian railways train main

দক্ষিণ পূর্ব রেলওয়ে জানিয়েছে, ভদ্রক থেকে খড়্গপুর স্টেশনের মধ্যে এক ঘন্টার জন্য নিয়ন্ত্রণ করা হতে পারে ভদ্রক-খড়গপুর লাইনের 08416, 12840, 18048 (সোম, বুধ, শুক্র, শনি), 18449 (সোমবার), 12892, 03102 (সোমবার) এবং 8022 ট্রেনগুলিকে। হাওড়া থেকে খড়গপুর এর মধ্যে ৩০ মিনিটের জন্য নিয়ন্ত্রিত করা হতে পারে 12510 ( সোম, মঙ্গল, বুধ), 12516 (বৃহস্পতিবার), 12514 (শুক্রবার), 12508 (শনিবার), 22502 (রবিবার), 22504 (সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনি) এবং 38801 নম্বর ট্রেমগুলিকে।

 

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর