লকডাউনে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় আত্মঘাতী হলেন এক ব্যাক্তি, অসহায় অবস্থায় পরিবার

বছর পঁয়ত্রিশের ছবু মণ্ডল, পেশায় রংমিস্ত্রি। ছবুর কাজের সুযোগ লকডাউনে পুরোপুরি বন্ধ। আর এই পরিস্থিতি সামাল দিতে নাজেহাল দিন আনি দিন খাই মানুষের। আর এই গরমে থাকতে না পেরে আর খিদের জ্বালা সইতে না পেরে বেঁচে দিতে হয় তার ফোন।

ফোন বিক্রি করে কিছু টাকা মেলায় চাল, ডাল আর একটা ছোট ফ্যান কেনেন। আর এই ফোন অনেক কষ্টের টাকা জমিয়ে কেনে ছবু। জিনিস দেখে হাসি ফুটেছিল স্ত্রী পুনমের মুখে। অনেক দিন ধরেই নাকি বাড়ি ভাড়ার টাকা চাইছিলেন বাড়িওয়ালা। আর এই অশান্তি সহ্য না করতে পেরেই ফোনটা বিক্রির সিদ্ধান্ত নেন ছবু। মাত্র আড়াই হাজার টাকায় বিক্রি করেন ফোন।

IMG 20200419 WA0056

আর এই কষ্ট সহ্য করতে না পেরে ছবি আত্যহত্যা করেন। খানিক পরে ওই টিনে ঘেরা ঝুপড়ি ঘরে উদ্ধার হয় ছবুর ঝুলন্ত দেহ। উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় দুশ্চিন্তাগ্রস্ত তরুণ আত্মঘাতী হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

খাবারদাবারের পাশাপাশি দমবন্ধ গরমে সামান্য আরামের জন্য কিনেছিলেন একটা ফ্যান। এত কিছুর পরে যে তিনি নিজেই আত্মঘাতী হবেন, সেটা কেউই ভাবতে পারেনি। আর করোনায় কাজ বন্ধ হওয়ার চাপে অনেক মজুর এবং সাধারণ মানুষের সমস্যা বেড়ে গেছে।

সম্পর্কিত খবর