অফিসের ভিতরেও পড়তে হবে হেলমেট, কর্মচারীদের নিরাপত্তার জন্য আজব পদক্ষেপ উত্তরপ্রদেশ সরকারের

বাংলা হান্ট ডেস্ক :আমাদের দেশের বিভিন্ন সরকারি পুরনো কার্যালয় গুলির এখনও অবধি বেহাল দশা৷ কখনও রক্ষণাবেক্ষণের অভাবে আবার কখনও পরিকাঠামো ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে দীর্ঘ কয়েক দশক ধরে সেই সরকারি দফতরগুলির সংস্কার করা আজও সম্ভব হয়নি৷ দেশের বিভিন্ন রাজ্যে এ ধরনের সরকারি দফতরের সংখ্যা নেহাত কম নয়৷ তেমনই রয়েছে উত্তরপ্রদেশের বান্দা জেলার৷ একটি বিদ্যুত্ বিভাগের কার্যালয়৷helmet 1572871133 725x725 1

যার অবস্থা একেবারেই জরাজীর্ণ আর তাই কর্মীদের নিরাপত্তা রক্ষার্থে, অর্থাত্ ছাদ ভেঙে যাতে কোনও ভাবে বিপত্তি না ঘটে তার জন্য অফিসের ভিতরেও হেলমেট পড়ার নির্দেশিকা জারি হল৷ জানা গিয়েছে ওই অফিসের কর্মচারীদের প্রাণ বাঁচাতে অফিসে ঢোকা মাত্রই হেলমেট পড়ে নিতে হবে এমনটাই বলা হয়েছে৷ সম্প্রতি এএনআই তরফে জানা গিয়েছে, হেলমেট পরে ওই অফিসের কর্মীরা এক টুইট করে লিখেছেন, বান্দা: জরাজীর্ণ অফিসের ভবনে কাজ করার সময় কোনো অপ্রীতিকর ঘটনার হাত থেকে রক্ষা পেতে বিদ্যুত্ কর্মীরা হেলমেট পরেন৷

ওই অফিসের এক কর্মী জানিয়েছেন তিনি দুই বছর ধরে এই কার্যালয়ে নিযুক্ত হওয়ার পর এ ভাবেই রয়েছে অফিসটি যদি ও সংস্থা অথরিটিকে লিখিত ভাবে জানানো হয়েছে৷ তবে সংবাদমাধ্যমে যে ছবি প্রকাশিত হয়েছে সেখানে দেখা গিয়েছে ওই অফিসের ছাদে বেশ বড় বড় গর্ত রয়েছে, আর ঠিক তার নীচেই অর্থাত্ অফিসের ভিতরে রয়েছে কর্মচারীদের টেবিল৷

স্বভাবতই এই ঘটনার প্রকাশ্যে আসতেই কর্মীদের নিরাপত্তা রক্ষার অভাব বিষয়টি যেমন উঠে আসছে ঠিক তেমনই প্রশাসনের দিকেও আঙুল উঠছে৷

সম্পর্কিত খবর