বাংলাহান্ট ডেস্কঃ এই সুন্দর শীতে পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে পাহাড়ে ছুটি কাটাবেন বলে স্থির করেছেন, কিন্তু সপ্তাহে ৬দিন অফিসে হাড়ভাঙ্গা খাটুনির পর বাড়ির বেডরুম আপনার পছন্দের জায়গা। আবার পছন্দের নাটক বা সিনেমা দেখার সময় করে উঠতে পারছেন না অফিসেই দিনের বেশী সময়টা কেটে যায়। এবার কাজ করতে হবে সপ্তাহে ৪ দিন দৈনিক ৬ ঘন্টা করে সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী।
না আপনি পড়তে ভুল করেননি। সত্যিই দিনে ৬ ঘন্টা করে ৪ দিন করে কাজ করবার নিয়ম চালু করবার ইচ্ছে প্রকাশ করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন। কর্মচারীরা যাতে পরিবারের সাথে সময় কাটাতে পারে তাই এই ব্যবস্থা বলে জানাচ্ছে ফিনল্যান্ডের সরকার।
সানা মেরিন বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। গত ডিসেম্বরে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। চার দলের সাথে জোট বেধে সরকার গড়েছেন সানা। যাদের মধ্যে প্রতিটি রাজনৈতিক দলের প্রধানই নারী। এই চারজনের তিনজনই আবার মধ্য তিরিশের। যুব শক্তিতে ভরপুর এই সরকার যে নারী ক্ষমতায়নের সাথে সাথে আধুনিকতা ও শ্রমিক স্বার্থের কথা ভাববে তা বলাই বাহুল্য। বর্তমানে ৫ দিনের কর্মদিবস চালু আছে এই দেশে। দৈনিক করতে হয় ৮ ঘন্টা কাজ। সানার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বামপন্থী সংগঠনগুলি।
ফিনল্যান্ড এই নীতি চালু করলে তা হবে শ্রমিক স্বার্থে এক অগ্রগন্য। পরবর্তীসময়ে বিশ্বের বিভিন্ন দেশেও চালু করা হতে পারে এই নিয়ম। তবে আপাতত কাজের ধকল কমাতে চাকরির আবেদন করতেই পারেন এই দেশের কোনো কোম্পানিতে।