যুদ্ধের আবহেই জলকষ্টে ভুগবে পাকিস্তান? সিন্ধু জলচুক্তি নিয়ে হস্তক্ষেপ নয়, জানালেন বিশ্বব্যাঙ্ক প্রেসিডেন্ট

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ ভারতে হামলা করে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে পাকিস্তান। পহেলগাঁও কাণ্ডের পরেই সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) স্থগিত করেছিল ভারত। এরপর থেকেই পাকিস্তানে জলকষ্ট চরমে ওঠার আশঙ্কা করা হচ্ছিল। এই নিয়ে বিশ্বব্যাঙ্কের (World Bank) দ্বারস্থ হয় তারা। কিন্তু তাতেও বিশেষ লাভ হল না বলে খবর! এই বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্তই নিয়েছেন বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) তিনি এমনই আশ্বাস দিয়েছেন বলে খবর। একাধিক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে।

সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) নিয়ে জোর ধাক্কা খেল পাকিস্তান!

গত ২২ এপ্রিল নিরীহ পর্যটকদের রক্তে ভিজেছিল মিনি সুইজারল্যান্ড বৈসরণের মাটি। জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। এরপর থেকেই একের পর এক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। পাকিস্তানকে সবদিক থেকে যোগ্য জবাব দিচ্ছে তারা। ভারতের একের পর এক ‘প্রত্যাঘাতে’ আরও কোণঠাসা হয়ে পড়েছে পড়শি দেশ।

এরপর মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। তাতেই ক্ষোভে ফেটে পড়ে পাকিস্তান। কোনও সাধারণ নাগরিকের ওপর হামলা নয়, শুধুমাত্র জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ায় নিরীহ ভারতীয় নাগরিকদের ওপর আক্রমণ শুরু করে পাক সেনা। সীমান্তে ক্রমাগত চলছে গুলিবর্ষণ। পাল্টা ভারত ‘ত্রিফলা’ আক্রমণ করতেই কার্যত ল্যাজেগোবরে দশা হয়েছে এই দেশের। এই পরিস্থিতিতে সিন্ধু জলচুক্তি নিয়ে সামনে আসছে বড় খবর!

আরও পড়ুনঃ সীমান্তে লাগাতার সংঘর্ষ! পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহেই বড় সিদ্ধান্ত ভারতীয় নৌ সেনার

বৃহস্পতিবার দিল্লিতে পিএম মোদীর সঙ্গে দেখা করেন বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট। সেই সঙ্গেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও বৈঠক করেন অজয় (Ajay Banga)। মোদীর সঙ্গে সাক্ষাৎকে কেবল ‘সৌজন্য সাক্ষাৎ’ বললেও দু’জনের মধ্যে সিন্ধু জলচুক্তি নিয়ে আলোচনা হয়েছে বলে অনুমান। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে সিন্ধু জলচুক্তি নিয়ে বড় আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট। এই চুক্তি নিয়ে ভারত যদি কোনও সিদ্ধান্ত নেয়, তাতে বিশ্বব্যাঙ্ক হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন অজয়।

modi sharif indus water treaty1 (1)

এছাড়াও জানা যাচ্ছে, একটি সংবাদমাধ্যমের কাছে অজয় জানান, সিন্ধু জলচুক্তি নিয়ে দুই দেশের মধ্যে কেউ যদি অসন্তোষ প্রকাশ করে তাহলে বিশ্বব্যাঙ্ক কেবলমাত্র সেই সমস্যা সমাধানের জন্য নিরপেক্ষ বিশেষজ্ঞ ঠিক করে দেওয়ার কাজ করতে পারে ও সেই বিশেষজ্ঞদের খরচ নিজেদের তহবিল থেকে মেটাতে পারে। নিজেরা এই বিষয়ে মধ্যস্থতা করতে পারে না (Indus Water Treaty)।

উল্লেখ্য, সামরিক থেকে কূটনৈতিক, সব ক্ষেত্রেই পাকিস্তানকে কড়া প্রত্যাঘাত করছে ভারত। পরপর পদক্ষেপে কার্যত নাস্তানাবুদ হয়ে পড়েছে এই দেশ। সেই সঙ্গেই চিন্তা বাড়াচ্ছে ‘ঘরের’ মধ্যেকার নানান সমস্যা। ভারত-পাক সংঘাতের আবহে বিদ্রোহের তীব্রতা বাড়িয়েছে বালোচ লিবারেশন আর্মি। স্বাধীনতা ছিনিয়ে নিতে মরিয়া তারা। ঘরে, বাইরে একাধিক ধাক্কায় কার্যত জেরবার পাকিস্তান।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X