দুর্দান্ত খবর! নরেন্দ্র মোদী স্টেডিয়াম এখন অতীত! এই স্থানে এবার তৈরি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম

বাংলাহান্ট ডেস্ক : খেলা ভালবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। কারোর পছন্দ ক্রিকেট, আবার কারোর ফুটবল। এবার খেলা প্রেমী মানুষদের জন্য উঠে আসছে বড় খবর। তৈরি হতে চলেছে বিশ্বের সবথেকে বৃহত্তম স্টেডিয়াম (World Biggest Stadium) । বলা বাহুল্য, ভারতের নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম।

বিশ্বের সবথেকে বৃহত্তম স্টেডিয়াম (World Biggest Stadium)

তবে জানা যাচ্ছে এবার বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম তৈরি হতে চলেছে। তবে ভারত নয়, বিশ্বের সর্ববৃহৎ ফুটবল স্টেডিয়াম (World Biggest Stadium) তৈরি হতে চলেছে আফ্রিকায় (Africa)। গোটা বিশ্বে আফ্রিকার ফুটবলারদের যথেষ্ট পরিচিতি রয়েছে। ভারতের অনেক ফুটবল ক্লাবে খেলে থাকেন বহু আফ্রিকান। এবার আফ্রিকার ফুটবল (Football) মানচিত্রে যুক্ত হতে চলেছে নতুন পালক। 

আরোও পড়ুন : মাস গেলে কত টাকা বেতন পান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি? শুনলে থ হয়ে যাবেন

২০৩০ সালে যে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেখানে প্রথমবারের মতো দুটি মহাদেশ থেকে তিনটি দেশ থাকবে ফুটবল আয়োজক হিসাবে। ২০৩০ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজক দেশগুলি হল স্পেন, পর্তুগাল এবং মরক্কো। সেই ফুটবল ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখেই আফ্রিকায় তৈরি হতে চলেছে এই স্টেডিয়াম। গ্র্যান্ড স্টেড হাসান ২ নামক এই স্টেডিয়াম তৈরি হবে মরক্কোর কাসাব্লাঙ্কায়।

আরোও পড়ুন : ‘মেনে নাও, আর মানিয়ে নাও’! এইভাবে মায়েরাই সর্বনাশ করে মেয়েদের, মিঠিঝোড়ায় এবার বাস্তব কাহিনী

দর্শকাসনের হিসাবে গ্র্যান্ড স্টেড হাসান ২ হতে চলেছে বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম। কর্তৃপক্ষের তরফে সঠিক তথ্য জানতে না পারা গেলেও আন্দাজ করা হচ্ছে এই স্টেডিয়ামে একসাথে ১ লক্ষ ১৫ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন। খেলার পাশাপাশি সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রেও ব্যবহৃত হবে মরক্কোর এই স্টেডিয়ামটি। পপুলাস সংস্থা ডিজাইন করছে এই স্টেডিয়ামের (World Biggest Stadium)।

World Biggest Stadium

চোই, পপুলাসের বিশেষজ্ঞরা এবং ওয়ালালাউ দায়িত্ব তুলে নিয়েছে বিশ্বের সর্ববৃহৎ ফুটবল স্টেডিয়াম নির্মাণের। উন্নত মানের পরিকাঠামোর পাশাপাশি এই স্টেডিয়ামের চারদিকে থাকবে মনমুগ্ধকর পরিবেশ। ১ লক্ষ ১৫ হাজার আসন ছাড়াও মরক্কোর এই স্টেডিয়ামে রাখা হচ্ছে ৩২ টি সিড়ির ধাপ। ক্যানোপি থাকছে রুফটপে। খেলা দেখার সময় যাতে দর্শকদের কোনও রকম অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই দিকেও নজর দেওয়া হচ্ছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর