এবার হিজাব নিয়ে মুখ খুললেন বক্সিং বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন, জানালেন মুখ ঢাকা উচিৎ কী নয়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মুসলিম ছাত্রীদের কি সবসময় হিজাব পরিধান করা উচিত? এই নিয়ে এবার নিজের বক্তব্য পরিস্কার করলেন সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া মহিলা বক্সার নিখাত জারিন। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে এটি একান্তই কোনও ব্যক্তিবিশেষের ব্যক্তিগত পছন্দ। তাই এই নিয়ে আর কে কিরকম মন্তব্য করেন তা নিয়ে তিনি একেবারেই চিন্তিত নন বলে জানিয়েছেন।

নিখাত জারিনের বক্তব্য, “কেউ যদি হিজাব পরিধান করতে চায় নিজের ধর্ম পালনের খাতিরে তাহলে সেটা তার ব্যক্তিগত পছন্দ। সেটা নিয়ে কারোর কোনও কথা বলার জায়গা নেই।” গোটা প্রসঙ্গটির সূত্রপাত হয়েছিল গত বছরের মাঝামাঝি। কর্ণাটকের একটি স্কুলে কিছু ছাত্রীর হিজাব পরিধান করে স্কুলে যাওয়ার ব্যাপারে অন্য কয়েকজন ছাত্রী আপত্তি তুলেছিলেন, যে বিতর্ক পরবর্তীতে গোটা দেশে ছড়িয়ে পড়ে।

থাইল্যান্ডে ভারতীয় ব্যাডমিন্টন তারকাদের ইতিহাস তৈরির পরে তুরস্কের ইস্তানবুলে নতুন ইতিহাস লিখেছিলেন নিখাত। পঞ্চম ভারতীয় মহিলা বক্সার হিসাবে থাইল্যান্ডেরই জিতপং জুতামাসকে হারিয়ে বিশ্ববিজেতা হয়েছেন নিখাত জারিন। ফাইনালে তিনি ৩০-২৭, ২৯-২৮, ২৯-২৮, ৩০-২৭, ২৯-২৮ ফলে থাই প্রতিপক্ষকে পরাজিত করেন।

জিতপং-কে হারানোর কাজটা একেবারেই সোজা ছিল না। কারণ তিন বারের বিশ্ববিজেতাকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন থাই তারকা। কিন্তু ফাইনালে নিখাত শুরুটা করেছিলেন অত্যন্ত আগ্রাসীভাবে। প্রথম রাউন্ডে নিখাতের আগ্রাসন দেখে দ্বিতীয় রাউন্ডে পাল্টা আক্রমণের নীতি বেছে নিয়ে নিখাতকে মাত দেন জিতপং। ম্যাচ এই মুহূর্তে উত্তেজনার চরমে ছিল। কিন্তু তৃতীয় রাউন্ডে ফের আগ্রাসনের রাস্তা ধরে ৫২ কেজি ফ্লাই ওয়েট বিভাগের খেতাবটি দখল করে নেয় বছর ২৫-এর নিখাত।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর