মোদীর মতামত না নিয়ে আজ বিশ্বে কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় না! বললেন অমিত শাহ

বাংলাহান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নেতৃত্বে তৈরি হচ্ছে এক নতুন ভারত।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah) মঙ্গলবার খুব আত্মবিশ্বাসী কন্ঠে একথা ঘোষণা করেন। অমিত শাহ আরও বলেন, ‘মোদি আন্তর্জাতিক স্তরে ভারতের সম্মান বাড়িয়েছেন। বিশ্বের কাছে ভারতকে অপরিহার্য করে তুলেছেন।’ ভারতের জাতীয় পতাকার স্রষ্টা পিঙ্গালি ভেঙ্কাইয়াকে (Pingali Venkyiya) সম্মান জানাতে অনুষ্ঠিত হয় ‘তিরঙ্গা উৎসব’। সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখছিলেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেক ভারতবাসীকে অনুরোধ করেন যাতে তাঁরা তাঁদের বাড়িতে তিরঙ্গা উত্তোলন করেন। শুধু তাই নয়, তিনি আরও আবেদন করেন প্রত্যেক ভারতীয় সামাজিক মাধ্যমে তাঁদের প্রোফাইল ছবি হিসাবে জাতীয় পতাকা ব্যবহার করেন। এই কর্মসূচির মাধ্যমে ‘হর ঘর তিরাঙ্গা’ প্রচারাভিযানকে সফল করার জন্য অনুরোধ করেন শাহ।

অমিত শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একটি নতুন ভারত গড়ে তোলা হচ্ছে। সারা পৃথিবী এখন ভারতের দিকে শ্রদ্ধার সঙ্গে তাকিয়ে আছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে প্রধানমন্ত্রী মোদি বিশ্বে ভারতের মর্যাদা বাড়িয়েছেন। প্রধানমন্ত্রী মোদি তাঁর মতামত না দিলে বিশ্বে আজ কোনও বিষয়ে কোনও রকম সিদ্ধান্তই নেওয়া হয় না।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে ভারতকে এভাবে সম্মানিত দেখতে কয়েক দশক ধরে লক্ষ লক্ষ মানুষ তাঁদের জীবনকে উৎসর্গ করেছেন।

অমিত শাহ বলেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রামের অনেক নায়ক ছিলেন, যাঁদের মানুষ একরকম ভুলে গিয়েছে। এই আজাদী কা অমৃত মহোৎসব-এ এই ধরনের সমস্ত অজ্ঞাত নায়কদের স্মরণ ও শ্রদ্ধা জানানো হবে।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে তাঁদের সরকারের লক্ষ্য হল ভারতের সাফল্যের গল্পগুলিকে দেশের প্রত্যেকের কাছে নিয়ে যাওয়া। ভারতীয় গণতন্ত্রের সাফল্যকে বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। পাশাপাশি শাহ দাবি করেন, সকল ভারতীয় অবদানের উপর ভর করে ২০৪৭ সালের মধ্যে ভারতকে ‘বিশ্বগুরু’ আখ্যা দিতে চায় বর্তমান সরকার।

স্বাধীনতা দিবসের আগে গতকাল সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল পিকচার বদল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের ছবির বদলে তিনি জাতীয় পতাকার ছবি লাগিয়েছেন প্রোফাইল পিকচারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শাসকদলের সভাপতি জে পি নড্ডা সহ অন্যান্য সিনিয়র বিজেপি নেতারাও প্রধানমন্ত্রীকে অনুসরণ করে তাঁদের ডিসপ্লে ছবি পরিবর্তন করে জাতীয় পতাকা লাগিয়েছেন। অনেক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই একই কাজ করেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইরা নিজেদের প্রোফাইল পিকচার বদলে জাতীয় পতাকা লাগান।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর