বাংলা হান্ট ডেস্ক : হ্যাঁ সত্য়িই আমরা নির্বাকই বটে। পৃথিবীতে প্রতিদিন যেভাবে প্লাস্টিক দূষণ ও প্লাস্টিকের ব্যাবহার নিয়ে এত সতর্কতা বার্তা জারি হচ্ছে তা সত্ত্বেও আমরা কিন্তু তাতে কান না দিয়ে দেদারে সুন্দর সুন্দর রঙ্গিন প্লাস্টিকের দ্রব্য ব্যবহারে জন্য উঠে পড়ে লেগেছি। এমনকি এসব ফ্যাশন হয়েগেছে। সমুদ্রে সামুদ্রিক প্রাণীদের বাঁচাতে প্লাস্টিকের জিনিস ফেলায় নিষেধজ্ঞা জারি করা হলেও আমরা কিন্তু সেই কাজই করে যাচ্ছি।
একটি তিমির পেট থেকে আশি কেজি প্লাস্টিক উদ্ধার হয়েছে তো কি হয়েছে, আমাদের উদ্দেশ্যসাধণের জন্য প্লাস্টিক ব্যবহার না করলে ঘুম আসে না। প্লাস্টিকের খাবার প্যাকেট থেকে শুরু করে প্লাস্টিরে কৌটা, থালা, বাটি, ব্যাগ সবটাই ব্যবহার করে যাচ্ছি। এককথায় পুরো পৃথিবী কিন্তু প্লাস্টিকের মোড়কে ঢেকে যাচ্ছে। অথচ তা নিয়ে ভাবার মতো সময় নেই। আসলে প্লাস্টিক থেকে কিভাবে ক্ষতি হচ্ছে তা আমাদের সকলেরই প্রায় অজানা।
তাই কি ভাবে প্লাস্টিক সমস্যা তৈরি করে তা আগে জানা উচিত, প্লাস্টিক মাটিতে পড়লে পচেও না গলেও না। এক দুই দিন বা এক দুই বছর নয় একটি প্লাস্টিকের টুকরে জীবিত থাকে ৪৫০ বছর ধরে। আর জীবিত থেকে পৃথিবীকে আস্তে আস্তে গ্রাস করতে থাকে। আর এভাবেই সাগর ও মহাসাগরের দম যেন বন্ধ হয়ে যাচ্ছে প্সাস্টিকের জন্য। তবে শুধু পরিবেশকে দূষিত করে তোলা বা ক্ষতি করাই নয় প্রতিদিন আমাদের মাধ্যমেই আমাদের শরীরের ভিতরে পৌঁছে যায় প্লাস্টিক।
প্লাস্টিকে থাকে অ্যাসিড ও রাসায়নিক আমাদের স্বাস্থ্যের ওপর বাজে প্রভাব ফেলছে। তা জেনেও নিশ্চুপ আমরা। আমাদের জীবনযাপনের বদল নিয়ে প্রতিদিনই বলা হচ্ছে। অথচ সেই সতর্কতাকে বুড়ো আঙুল দেখিয়ে প্লাস্টিকের রমরমা ব্যবহার করেই চলেছি। যদিও সেই সতর্কতার দিন শেষ। কারণ পৃথিবী এই প্লাস্টিকের কারণেই আস্তে আস্তে শেষের দিকে। একদিকে আমাদের মহাসাগরগুলি ইতিমধ্যে অসুস্থ এবং বাস্তুতন্ত্রগুলি অর্ধেক মৃত বা মরেছে। মাছ থেকে হাঙর তিমি সকলেই এই প্লাস্টিকের জন্যই পৃথিবী ছেড়ে বিদায় নিচ্ছে।
https://www.facebook.com/indiatimes/videos/2418672458364646/
তাই পৃথিবী বাঁচাতে অবশ্যই আমাদের এগিয়ে আসতে হবে এবং নিতে হবে এই সব ব্যবস্থা-
১. প্লাস্টিকের ব্যবহার বার্জন, অর্থাত্ প্লাস্টিকে কাপ থেকে শুরু করে অন্যান্য খাদ্যদ্রব্যের জিনিস বর্জ্ন করতে হবে।
২. রেস্টুরেন্ট থেকে প্লাস্টিকের বদলে নিন বিকল্প জিনিস।
৩. প্লাস্টিক পুকুরে বা জলাশয়ে ফেলাকে বলুন বাই বাই।
৪. প্লাস্টিকের বোতলে জল নয়।
৫. প্লাস্টিক স্ট্র বা প্লাস্টিকের অন্যান্য জিনিস একেবারেই ব্যবহার নয়।
তবে বিকল্প হিসেবে বাঁশের জিনিস ব্যবহার করা উচিত। এতে যেমন স্বাস্থ্যও ভালো থাকবে তেমনি পরিবেশকেও বাঁচানো সম্ভব হবে। তাই বাচ্চাদের ক্লথগুলিও কাপড়ের ব্যবহারের চেষ্টা করুন কারণ এটি থেকেও দূষণ হয়। পরিবেশের ক্ষতি হয়।