নিউজিল্যান্ড ১০ উইকেটে হারালো শ্রীলঙ্কাকে

 

গৌরনাথ চক্রবর্ত্তী,১জুনঃ

হুবহু গতকালের ম্যাচের অ্যাকশন রিপ্লে।গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে ধসে পড়েছিল পাকিস্তানের ব্যাটিং লাইন আপ।আর শনিবার নিউজিল্যান্ডের পেসারদের সামনে ভেঙ্গে পড়ল শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ।

আই সি আই পরিচালিত ক্রিকেট বিশ্বকাপের খেলায় শনিবার কার্ডিফে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। নিউজিল্যান্ড এখনও একবারও বিশ্বকাপ জেতে নি।শ্রীলঙ্কা ১৯৯৬ সালে বিশ্বকাপ জেতে।১৩৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে নিউজিল্যান্ড ১৬.১ ওভারে বিনা উইকেটে ১৩৭ রান করে জয়লাভ করে।

2704f img 20190601 wa0053
এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটিং-এ বিপর্যয় দেখা দেয়।নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। কুশল পেরেরা ২৭ রান করে আউট হন।থিসারা পেরেরা ২৭ রান করেন।
থিরিমান্নে ৪ রান করেন।অধিনায়ক করুণারত্নে ৫২ রানে অপরাজিত থাকেন।কুশল মেণ্ডিজ ০, ম্যাথিউজ ০,জীবন মেণ্ডিজ ১ রান করেন।শ্রীলঙ্কা ২৯.২ ওভারে ১৩৬ রানে অলআউট হয়ে যায়।নিউজিল্যান্ডের পক্ষে হেনরি ও ফার্গুসেন প্রত্যেকে ৩ টি করে উইকেট নেন।১৩৭ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ১৬.১ ওভারে বিনা উইকেটে ১৩৭ রান করে।নিউজিল্যান্ড ১০ উইকেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু করল।শ্রীলঙ্কা ব্যাট পর বোলিং -এও ব্যর্থ।নিউজিল্যান্ডের দুই ওপেনার অর্ধশতরান করে।মার্টিন গাপ্তিল ৭৩ রানে অপরাজিত থাকেন। কলিন মুনরো ৫৮ রানে অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ডকে এবার কাপ জয়ের অন্যতম ফেভারিট ধরা হচ্ছে কেন,তা প্রথম ম্যাচেই বুঝিয়ে দিল নিউজিল্যান্ড।

ad

সম্পর্কিত খবর