বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিজের পারফরম্যান্স দিয়ে দলে নিজের জায়গার ন্যায্যতা প্রমাণ করতে পারেননি। তাই আগেই অস্ট্রেলিয়ার ওডিআই দল থেকে অধিনায়ক হিসেবেই অবসর নিয়েছিলেন। এবার টি-টোয়েন্টি ফরম্যাটেও একই কাজ করলেন অস্ট্রেলিয়াকে ২০২১ সালে নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2021) জেতানো অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। এমসিজিতে (MCG) একটি সাংবাদিক সম্মেলন করে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করে দিলেন তারকা অজি ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার হয়ে তিনি ২০২৪ বিশ্বকাপ খেলতে পারবেন না সেটা বুঝে গিয়েছেন। তাই অস্ট্রেলিয়া যাতে নিজেদের গুছিয়ে নেওয়ার সময় পায় সেই জন্য এমন আচমকেই এই সিদ্ধান্ত নিলেন। অবসর নেওয়ার পর তিনি বলেছেন, “আমি জানি আমার পক্ষে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা সম্ভব হবে না। তাই নিজে থেকেই সরে গেলাম। অস্ট্রেলিয়া এবার সঠিক পরিকল্পনার মধ্যে দিয়ে পর্যাপ্ত সময় হাতে নিয়ে নতুনভাবে এগোনোর সুযোগ পাবে।”
ডেভিড ওয়ার্নারের সঙ্গে জুটি বেঁধে ওপেন করে তিনি দীর্ঘদিন ক্রিকেটপ্রেমীদের আনন্দ দিয়েছেন নিজেদের আগ্রাসী মানসিকতার ব্যাটিংয়ের মাধ্যমে। দেশের জার্সিতে তিনি মোট ১০৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন যার মধ্যে ৭৬টি-তেই তিনি ছিলেন অধিনায়ক। এছাড়াও দেশের জার্সিতা ১৪৬ টি ওডিআই এবং ৫ টি টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। টেস্ট দলে কোনদিনই নিয়মিত হয়ে উঠতে পারেননি যার জন্য টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মাত্র তার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো হয়ে গেল।
ভারতের মাটিতেও সাফল্যের সঙ্গে ব্যাটিং করেছেন তিনি। তার অধিনায়কত্বে অস্ট্রেলিয়া ভারতের মাটিতে ওডিআই সিরিজ জিতেছে। এছাড়া আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নেমেছেন তিনি। আইপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। তার অবর্তমানে অজিদের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক কে হবে, সেই নিয়ে অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডটি এখনো নিজের দখলেই দেখেছেন ফিঞ্চ। ২০১৮ সালের জিম্বাবুয়ের বিরুদ্ধে ৭৬ বলে ১৭৩ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি। দেশের হয়ে ১০৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৪.৩ গড়ে ৩১২০ রান করেছেন প্রাক্তন অজি অধিনায়ক। ছাড়া ওডিআই ফরম্যাটেও ৫৪০৬ রান রয়েছে তার।