ভারতের খারাপ পারফরম্যান্সের জন্য এবার টিম ম্যানেজমেন্টকে একহাত নিলেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব।

নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রথমে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু তারপরেই ভারতের পারফরমেন্সের গ্রাফ নিচের দিকে নামতে থাকে। টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত জয় তুলে নেওয়ার পর ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে হারতে হয় বিরাট কোহলিদের। আর তারপরে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে একেবারে লজ্জাজনক হার ভারতের। দেখে মনে হচ্ছে না যে এই ভারতীয় দল বিশ্বের নাম্বার ওয়ান টেস্ট দল। আর ভারতের এই খারাপ পারফরম্যান্সের জন্য বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেব এবার একহাত নিলেন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

কপিল দেবের মতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে প্রথম একাদশ নির্বাচন করছে সেই প্রথম একাদশ নির্বাচনে ভূল ত্রুটি রয়েছে। কপিলদেব জানিয়েছেন কেন প্রত্যেক ম্যাচে ঝুড়ি ঝুড়ি পরিবর্তন করা হচ্ছে ভারতের প্রথম একাদশে, কোন ক্রিকেটারকে স্থায়ীভাবে নিজের পারফরম্যান্স করার সুযোগ দেওয়া হচ্ছেনা। আর কোন ক্রিকেটারকে স্থায়ীভাবে প্রথম একাদশে রাখা হচ্ছে না বলেই তার প্রভাব পড়ছে দলের খেলায়।

265844640946d46758b68e94b5b973fdae880483a

এছাড়াও কপিল দেব প্রশ্ন তুলেছেন টেস্টে ব্যাটিং লাইন আপ নিয়ে। তার মতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করা কে এল রাহুলকে কেন রাখা হলো না টেস্ট দলে? টিম ম্যানেজমেন্ট এর কাছে প্রশ্ন রেখেছেন যে এই মুহূর্তে দারুন ছন্দে রয়েছেন রাহুল, ক্রিকেটের সব ফরম্যাটে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা রয়েছে রাহুলের। তার সত্বেও কেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট রাহুলকে টেস্ট দলে রাখলেন না সেটাই তিনি বুঝতে পারছেন না। আর এই বিষয়টি কপিল দেব কে বারে বারে অবাক করে তুলছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর