বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র কয়েকদিন। তারপরেই বাজারে চলে আসবে বিশ্বের প্রথম সিএনজি স্কুটার (CNG Scooter)। গত বছর ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সিএনজি বাইক লঞ্চ করা হয়ে গেলেও সিএনজি স্কুটার নিয়ে বেশ চর্চা চলছে। ইতিমধ্যেই জানুয়ারি মাসে দিল্লিতে আয়োজিত একটি অটো এক্সপোতে টিভিএসের জুপিটার সিএনজি স্কুটারও (TVS Jupiter CNG Scooter) ছিল। আর এটিই হচ্ছে বিশ্বের প্রথম সিএনজি স্কুটার (CNG Scooter)।
বিশ্বের প্রথম সিএনজি স্কুটার (CNG Scooter)
সিএনজি সিস্টেমের কথা মাথায় রেখে স্কুটারটিতে কিছু বিশেষ পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যে সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, এই স্কুটারে ১ কিমি রাস্তা যেতে আপনার পকেট থেকে খসবে ১ টাকারও কম। এই স্কুটারের সিটের নিচে থাকা স্টোরেজে রয়েছে ১.৪ কেজির সিএনজি ট্যাঙ্ক। এছাড়াও, একটি ২ লিটারের পেট্রোল ট্যাঙ্ক রয়েছে। সেটিতে পুরো সিএনজি ভরানো থাকলে এই টিভিএস জুপিটার স্কুটারে আপনি যেতে পারবেন একটানা ২২৬ কিমি রাস্তা।
আরও পড়ুন : আজকের রাশিফল ১১ মার্চ, পরিবারিক জীবন সুখের হবে এই চার রাশির
জুপিটার সিএনজি স্কুটারে (CNG Scooter) মিলবে OBD2B কমপ্লায়েন্ট পাওয়ারট্রেন ইঞ্জিন, এতে থাকছে ১২৫ সিসির বায়ো ফুয়েল ইঞ্জিন। এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে, এলইডি হেডলাইট, ইউএসবি চার্জার থেকে শুরু করে স্ট্যান্ড কাট অফ, ব্লুটুথ কানেক্টিভিটির মত অত্যাধুনিক সব ফিচার্স মিলবে এই জুপিটার সিএনজি গাড়িতে। বলাবাহুল্য এই সমস্ত ফিচার্সগুলির কারণেই কিন্তু টিভিএসের জুপিটার সিএনজি স্কুটারটি একটি পরিবেশ-বান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী দু-চাকার যানে পরিণত হয়েছে।
টিভিএস জুপিটার ১২৫-এর পেট্রোল ভ্যারিয়ান্টের স্কুটারের দামের নিরিখে আশা করা হচ্ছে ৯০ হাজার টাকা থেকে ৯৯ হাজার টাকা হবে এই স্কুটারের সিএনজি ভ্যারিয়ান্টের দাম। তবে এই সিএনজি ভ্যারিয়ান্টে বেশ খানিকটা কমে যেতে পারে বুট স্পেস। এখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন আসবে যে কবে নাগাদ বাজারে লঞ্চ করবে স্কুটারটি? সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, অনুমান করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারে লঞ্চ হবে এই স্কুটার।