বাংলাহান্ট ডেস্ক : গোটা দেশেই যে হারে চুরি-ডাকাতির ঘটনা বাড়ছে তাতে ঘুম উড়েছে পুলিশ-প্রশাসনের। বাড়ি ফাঁকা রেখে কোথাও যেতে আজকাল রীতিমতো ভয়ই পাচ্ছেন অনেক গৃহস্থ্য। তবে আমাদের ভারতেই (India) এমন একটি গ্রাম রয়েছে যেখানে আজ পর্যন্ত ঘটেনি একটিও চুরি-জোচ্চুরির ঘটনা। এই গ্রাম এতটাই নিরাপদ যে এখানকার দোকানিরা দোকান ফাঁকা রেখেই চলে যেতে পারেন নিশ্চিন্তে।
ভারতের (India) সৎ গ্রাম
ভারতের (India) এই গ্রামকে অনেকেই তাই দেশের সবথেকে ‘সৎ গ্রাম’ নামেও ডেকে থাকেন। নাগাল্যান্ডের খোনোমা গ্রাম ভারতের প্রথম ‘গ্রিন ভিলেজ’। গ্রামবাসীদের দাবি, পত্তনের পর থেকে আজও একটিও চুরি-ডাকাতির ঘটনা ঘটেনি খোনোমা গ্রামে। নাগাল্যান্ডের (Nagaland) এই গ্রামে মূলত বাস আনগামি জনজাতির।
আরও পড়ুন : ভূতুড়ে ভোটার কাণ্ডে বড় পদক্ষেপ! এবার দিল্লির দরবারে বঙ্গ–BJP নেতারা
সুপ্রাচীন এই গ্রামের পরতে পরতে লুকিয়ে রয়েছে ইতিহাস। ভারতের স্বাধীনতা যুদ্ধেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন এই গ্রামের বাসিন্দারা। নিজেদের গ্রামকে রক্ষা করতে গ্রামের বাসিন্দারা যে যে নিয়ম তৈরি করেছিলেন, আজও সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে চলেন তারা। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, নাগাল্যান্ডের এই গ্রামে বসবাস ৪২৪টি পরিবারের।
আরও পড়ুন : চাকরি না করেও মিলবে নিশ্চিত পেনশন! দেশবাসীর জন্য দুর্দান্ত উদ্যোগ সরকারের
ভারতের প্রথম ‘গ্রিন ভিলেজ’ হিসেবে স্বীকৃত খোনোমা গ্রামের বাসিন্দারা জীবন যাপন করেন অত্যন্ত শৃঙ্খলার সাথে। এই গ্রামের কোনও বাড়িতেই ব্যবহার নেই তালা-চাবির। বর্তমানে পর্যটকদের কাছেও অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে খোনোমা। অনাবিল প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর প্রচুর পরিমাণ পর্যটক আসেন এই গ্রামে।
দৃঢ় সামাজিক বন্ধন ও ঐতিহ্যগত মূল্যবোধের কারণে খোনোমা গ্রাম আজ প্রসিদ্ধি লাভ করেছে গোটা দেশে। এই গ্রামে (Village) কোনও ব্যক্তি অপরাধ সংগঠিত করলে তাকে পড়তে হয় কঠিন শাস্তির মুখে। অপরিচিত ব্যক্তিদের গ্রামে আনগোনা করতে দেখলেই সতর্ক হয়ে যান গ্রামবাসীরা।