বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা প্রত্যেকেই আমাদের শিক্ষা জীবন শুরু করি কোনও না কোনও স্কুল বা প্লে স্কুলে। তবে ভারতের (India) মাটিতেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বিশ্বের বৃহত্তম স্কুল। অনেকেই হয়ত নামও শোনেননি এই স্কুলের। ৬০ হাজার পড়ুয়া, ১০৫০ ক্লাসরুম নিয়ে ভারতের সিটি মন্টেসারি স্কুলে হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম স্কুল।
ভারতেই (India) আছে বিশ্বের বৃহত্তম স্কুল
সিটি মন্টেসরি স্কুল (সিএমএস) (City Montessori School) অবস্থিত উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে (Lucknow)। লখনউ শহর জুড়ে রয়েছে সিটি মন্টেসরি স্কুলের রয়েছে ২১টি ক্যাম্পাস। বর্তমানে এই স্কুলে পড়াশোনা করছেন প্রায় ৬০ হাজার পড়ুয়া। শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে সিটি মন্টেসরিতে নিযুক্ত রয়েছেন প্রায় সাড়ে চার হাজার জন।
আরোও পড়ুন : একী কাণ্ড! বাংলাদেশ-পাকিস্তান-শ্রীলঙ্কা নয়, এবার দেউলিয়া হতে বসেছে ভারতের এই প্রতিবেশী দেশ
ড. জগদীশ গান্ধি এবং ড. ভারতী গান্ধির যৌথ উদ্যোগে ১৯৫৯ সালে মাত্র পাঁচ জন পড়ুয়া নিয়ে পথচলা শুরু করে এই স্কুলটি (School)। সিএমএস কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের অনুমোদন প্রাপ্ত সিটি মন্টেসরিতে রয়েছে মোট চারটি বিভাগ রয়েছে – প্রি-প্রাইমারি, প্রাইমারি, জুনিয়র, সিনিয়র।
আরোও পড়ুন : আর মিলবে না ছাড়, টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের ফের বড় ঝটকা দিল BCCI! নেওয়া হল বড় সিদ্ধান্ত
‘বিশ্বের সবচেয়ে বড় স্কুল’ (World Largest School) হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া ভারতের (India) সিটি মন্টেসরি স্কুল অনেকটাই আলাদা আর পাঁচটা সাধারণ স্কুলের থেকে। প্রথাগত পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের মধ্যে নৈতিক চরিত্র গঠন ও দৃষ্টিভঙ্গি তৈরির উপর দেওয়া হয়ে থাকে বাড়তি গুরুত্ব।
এছাড়াও স্কুলের পড়ুয়াদের শিল্প, সঙ্গীত, নৃত্য, নাটক, খেলাধুলা, বিতর্ক, এমইউএন, বিদেশী শিক্ষার্থীদের সাথে আন্তর্জাতিক বিনিময়, জুনিয়র ইয়ুথ এমপাওয়ারমেন্ট প্রোগ্রামের মাধ্যমে পরিচয় ঘটানো হয় নতুন নতুন অধ্যায়ের সাথে। জানলে হয়ত অবাক হবেন যে ১০০০ টিরও বেশি ক্লাসরুম রয়েছে এই স্কুলে।
পড়ুয়াদের জন্য রয়েছে প্রায় ৩,৭০০ টি কম্পিউটার সেট। বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি, মডেল জিতেশ সিং-র মতো সেলিব্রেটিরা পড়াশোনা করেছেন সিটি মন্টেসরি স্কুলে। গিনেস ওয়ার্ল্ড বুকে নাম তোলার পাশাপাশি তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা কর্তৃক HOPE OF HUMANITY পুরস্কারে ভূষিত হয়ে অনন্য নজির সৃষ্টি করেছে ভারতের (India) সিটি মন্টেসরি।