বাংলা হান্ট ডেস্কঃ আরো একবার বিশ্বরেকর্ড ভারতীয়দের। গিনেস বুক ওফ ওয়ার্ল্ড রেকর্ড ট্যুইট করে জানিয়েছে যে ‘New record: Longest cake – 5,300 metres (17,388 ft). Congratulations to Bakers Association Kerala in Thrissur, India ‘(নতুন রেকর্ড: দীর্ঘতম কেক – 5,300 মিটার (17,388 ফুট)। ভারতের ত্রিশুরে বেকার্স অ্যাসোসিয়েশন কেরালাকে অভিনন্দন )। এই খবরে খুশি সাধারন ভারতীয়রা।
কেরলের ত্রিশুরে প্রায় পনেরোশো কেক প্রস্তুতকারক ও রাঁধুনির ৪ ঘন্টা নিরলস খেটে এই বিশ্বরেকর্ড তৈরি করে বলে জানা যাচ্ছে। দাবি করা হচ্ছে কেকটি প্রায় ৬.৫ কিলোমিটার কিন্তু গিনেস বুক ওফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী কেকটি 5,300 মিটার বা 17,388 ফুট ।ত্রিশুরে একটি একটি মেলার মাঠে হাজার হাজার টেবিল সাজিয়ে এই কেকটির প্রদর্শনী করা হয়েছিল।শুধু মাঠ নয় এই বিশাল কেকটি রাখতে পাশের রাস্তাগুলিও ব্যবহার করতে হয়েছিল। কেরলের বেকার্স অ্যাসোসিয়েশন এই কেক তৈরি করে বিশ্বরেকর্ড করল। কেক দেখতে ভিড় জমান বিশাল সংখ্যক জনতা।
এর আগে, ক্যালিফোর্নিয়ায় একশোরও বেশি শেফ ১৯৩০.৩৯ মিটার লম্বা একটি পিত্জা বানিয়ে চমকে দিয়েছিলেন। ৮ ঘণ্টা ধরে তৈরি করা হয় ১৯৩০.৩৯ মিটার লম্বা পিত্জাটি। লেগেছিল ৩ হাজার ৬৩২ কেজি ময়দা, ২ হাজার ৫৪২ কেজি সস এবং ১ হাজার ৬৩৪ কেজি চিজ। পাশাপাশি ২০১৮ সালে চিনের জিক্সি কাউন্টিতে তৈরী প্রায় ৩.২ কিলোমিটার কেকটিকে বিশ্বের সবচেয়ে বড় কেক এর স্বীকৃতি দেওয়া হয়েছিল। এবার চিন থেকে সেই স্বীকৃতি ছিনিয়ে আনল ভারতীয়রা।