বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি প্রকাশিত হয়েছে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট (Passport) তালিকা।কিন্তু এবার এই তালিকা থেকে পিছিয়ে গেল ভারত। উল্টে এই তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে সিঙ্গাপুর। ভারতকে টপকে এগিয়ে গেলো এই দেশ। জানা গিয়েছে, বিশ্বের শক্তিশালী পাসপোর্ট তালিকা থেকে আরও অনেক পিছিয়ে গিয়েছে ভারত। প্রকাশিত তালিকা দেখে হতাশ সকলেই। কত স্থানে রয়েছে ভারত?
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট (Passport) তালিকায় ভারতের স্থান:
প্রতিবছর এই তালিকা প্রকাশিত হয়। আর এই বছর ২০২৫-এও সেই তালিকা প্রকাশিত হয়েছে। ১৯৯ টি দেশের মধ্যে যতগুলি দেশে ভিসা মুক্ত যাওয়া যায় তার উপর নির্ভর করে হেনলি পাসপোর্ট (Passport) ইনডেক্স তালিকা তৈরি করে। এটি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন থেকে এক্সক্লুসিভ টাইম্যাটিক ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। ২০২৫ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুসারে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারতের অবস্থান পাঁচ ধাপ নেমে গিয়েছে। আগে ভারতের স্থান ছিল ৮০, বর্তমানে সেই স্থান নেমে দাঁড়িয়েছে ৮৫-তে। এছাড়াও এই রিপোর্ট অনুসারে, যেকোনো ভারতীয় পাসপোর্টধারী ব্যক্তি ভিসা ছাড়া ৫৭টি দেশে যেতে পারেন।
এই তালিকায় শীর্ষে কোন কোন দেশ রয়েছে: ২০২৫-র হেনলি পাসপোর্ট (Passport) ইনডেক্স অনুসারে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও সিঙ্গাপুর নিজের স্থান বজায় রেখেছে। এছাড়াও ইনডেক্স অনুযায়ী সিঙ্গাপুরের পাসপোর্টধারী যেকোনো ব্যক্তি ভিসা ছাড়াই ১৯৫ টি দেশে যেতে পারবেন। এরপরে যে সমস্ত দেশগুলি রয়েছে সেগুলি হচ্ছে- জাপান (১৯৩টি দেশ), ফিনল্যান্ড (১৯২টি দেশ), ফ্রান্স (১৯২টি দেশ), জার্মানি (১৯২টি দেশ), ইতালি (১৯২টি দেশ), দক্ষিণ কোরিয়া (১৯২টি দেশ), স্পেন (১৯২টি দেশ), অস্ট্রিয়া (১৯১টি দেশ) এবং ডেনমার্ক (১৯১টি দেশ)। প্রথম দশে এই দেশগুলিই রয়েছে।
আরও পড়ুনঃ অযোধ্যার পর বাংলার বুকে তৈরি হবে রাম মন্দির! জানুয়ারিতেই শুরু কাজ! হয়ে গেল বড় ঘোষণা
তালিকায় এগিয়েছে আরব আমিরশাহী: জানা গিয়েছে, গত এক দশকে আরব আমিরশাহী দ্রুতগতিতে পরিবর্তন এনেছে। ২০১৫ সাল থেকে এই দেশটি অতিরিক্ত ৭২টি দেশে ভিসা ছাড়া প্রবেশ নিশ্চিত করেছে। সেইসাথে, আরব আমিরশাহীর বিশ্বের শক্তিশালী পাসপোর্ট তালিকায় ৩২ ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছে। বর্তমানে, হেনলি পাসপোর্ট (Passport) ইনডেক্স অনুযায়ী আমিরশাহীর যেকোনো নাগরিক ভিসা ছাড়া ১৮৫ টি দেশ ভ্রমণ করতে পারবেন।
আরও পড়ুনঃ ৩ বছর পর দিল্লিতে বাজবে ‘নূপুর’? ২৫-এর ভোটে বিতর্কিত মুখপাত্রই ‘তুরুপের তাস’ বিজেপির
মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা কেমন: পাসপোর্ট শক্তির নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্রের পতন হয়েছে। ২০১৫ থেকে এখনও পর্যন্ত তার মান অনেকটাই পড়েছে। ইনডেক্স অনুসারে, বর্তমানে মার্কিন পাসপোর্টের স্থান বিশ্বের মধ্যে নবম। একেবারে নীচের তালিকায় রয়েছে, পাকিস্তান এবং ইয়েমেন। হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, উভয় দেশের স্থান ১০৩, এবং ভিসা ছাড়া মাত্র ৩৩ টি দেশ ভ্রমণের সুবিধা রয়েছে। এরপরেই রয়েছে ইরাক (৩১টি দেশ), সিরিয়া (২৭টি দেশ) এবং আফগানিস্তান (২৬টি দেশ)। এই হলো ২০২৫-এর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের (Passport) তালিকা।