বাংলাহান্ট ডেস্ক : ব্লুমার্গের তরফে প্রকাশ করা হয়েছে বিশ্বের ধনী পরিবারগুলির (World Richest Family) তালিকা। বিশ্বের বিভিন্ন প্রান্তের ২৫টি পরিবার স্থান পেয়েছে সেই তালিকায়। আমেরিকার ওয়াল্টন ফ্যামিলি এই তালিকায় শীর্ষস্থান দখল করেছে । তবে ব্লুমবার্গের এই তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের (India) দুটি পরিবারও। ভারত থেকে আম্বানি (Mukesh Ambani) পরিবার রয়েছে এই তালিকার প্রথম দশে। এছাড়াও তালিকার ২৩ নম্বর স্থানে রয়েছে শাপুরজি পালনজি গ্রুপের মালিক মিস্ত্রি পরিবার।
বিশ্বের সেরা কিছু ধনী পরিবারের তালিকায় আম্বানি (Mukesh Ambani):
ওয়াল্টন পরিবার: এই মার্কিন ধনী পরিবার ব্যবসার সাথে যুক্ত গত ৩ দশক ধরে। এই পরিবারের মালিকানাধীন ওয়ালমার্ট বিশ্ববন্দিত। ওয়াল্টন পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ৪৩ হাজার ২৪০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৬ লক্ষ ৬৬ হাজার ৩৮ কোটি টাকা)। ওয়ালমার্টের শেয়ারের দাম বাড়ার সাথে সাথেই ওয়াল্টন ফ্যামিলি হয়ে উঠেছে বিশ্বের ধনী পরিবারের ‘গুরু।’
আরোও অনেক : পরিবহণ ব্যবস্থা হবে আরও মসৃণ! বাস নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের! ধন্য ধন্য করছে সকলে
আল নাহায়ান পরিবার: বিশ্বের দ্বিতীয় ধনী পরিবার সংযুক্ত আরব আমিরশাহির আল নাহায়ান পরিবার। এই পরিবারের হাতে রয়েছে দুবাইয়ের স্টক ইনডেক্সে নথিভুক্ত সংস্থাগুলির ৬৫ শতাংশ শেয়ার। ৩২ হাজার ৩৯০ কোটি ডলারের সম্পদ রয়েছে আল নাহায়ান পরিবারের কাছে।
আম্বানি পরিবার: ব্লুমবার্গের (Bloomberg) তালিকায় বিশ্বের অষ্টম ধনী পরিবার ভারতের আম্বানি পরিবার (Mukesh Ambani)। ৯ হাজার ৯৬০ কোটি ডলার বা ৮ লক্ষ ৪৪ হাজার ৪৪৩ কোটি টাকার সম্পদ নিয়ে আম্বানিরা ভারতের সবচেয়ে ধনী পরিবার হয়ে উঠেছে।
মিস্ত্রি পরিবার: ব্লুমার্গের ধনী পরিবারের তালিকায় ২৩ তম স্থানে জায়গা করে নিয়েছে ভারতের শাপুরজি পালনজি গ্রুপের মিস্ত্রি পরিবার। এই পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ৪ হাজার ১৪০ কোটি ডলার বা ৩ লক্ষ ৫১ হাজার ৩ কোটি টাকা।