ফুরিয়ে আসছে পৃথিবীর আয়ু! বাঁচবে না একটিও প্রাণী! কবে হবে ধ্বংস? বিস্ফোরক তথ্য বিজ্ঞানীদের

বাংলাহান্ট ডেস্ক : যেকোনো শুরুর রয়েছে শেষ। পৃথিবীর (World) ক্ষেত্রেও ঘটবে তেমনটা। এমন একটা দিন আসবে যখন পৃথিবী থেকে শেষ হয়ে যাবে প্রতিটি প্রাণী ও উদ্ভিদ। বিজ্ঞানীরা এমনই চমকপ্রদ তথ্য দিয়েছেন সম্প্রতি। বিজ্ঞানীদের দাবি, আগামী কয়েক লক্ষ বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে পৃথিবীর প্রাণীকূল।

বিদায় ঘন্টা বেজে গেল পৃথিবীর (World)

এই পৃথিবীতে (World) থাকবে না একটিও প্রাণ। সম্পূর্ণভাবে ধ্বংস হবে আমাদের নীল গ্রহ। বিজ্ঞানীরা একটি তথ্য দিয়ে জানিয়েছেন, সেদিন আর বেশি দূরে নেই যেদিন এই পৃথিবীর আকাশ-বাতাস থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে প্রতিটি প্রাণী। ডেইলি মেইলের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, কম্পিউটার সিমুলেশন প্রযুক্তির মাধ্যমে ব্রিস্টল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা একটি গবেষণা চালান।

World

সেই গবেষণায় বিজ্ঞানীরা (Scientist) জানিয়েছেন, ২৫০ মিলিয়ন বছর পর ধ্বংস হতে পারে পৃথিবী। গবেষক দলের কথায়, যে হারে পৃথিবীতে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ছে তাতে পৃথিবীর ধ্বংসের দিন আসন্ন। ৬৬ মিলিয়ন বছর আগেও ঘটেছিল এমন ঘটনা। যার ফলে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ডাইনোসর। বিজ্ঞানীরা দাবি করেছেন, কয়েক লক্ষ বছরের মধ্যে পৃথিবীর সমস্ত প্রাণী বিলুপ্ত হয়ে যাবে।

আরোও পড়ুন : ভয়াবহ বিপদের আশঙ্কা! বাংলাদেশ নয়, এবার এই দেশ থেকে ভারতীয়দের দূরে থাকার নির্দেশ বিদেশ মন্ত্রকের

সেই সময় ৭০ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছাবে পৃথিবীর তাপমাত্রা। এই পরিবেশে প্রাণী বা উদ্ভিদের বেঁচে থাকা সম্ভব নয়। অত্যধিক তাপের কারণে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। গবেষক দলের প্রধান আলেকজান্ডার ফার্নসওয়ার্থ জানিয়েছেন, পৃথিবীর বাতাসে এখনকার থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ বেশি কার্বন ডাই অক্সাইড ছিল ৬৬ মিলিয়ন বছর আগে। এই পরিমাণ কার্বন ডাই অক্সাইডে শরীর উত্তপ্ত হয়ে বিনাশ ঘটে প্রাণের।

World

বিজ্ঞানীরা জানান, ধীরে ধীরে পৃথিবী প্রথমে উত্তপ্ত হবে। তারপর শুকিয়ে যাবে জল। শেষমেষ বসবাসের অযোগ্য হয়ে উঠবে আমাদের নীল গ্রহ। তাপ সহ্য করতে না পারলে আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত ঘটে। পৃথিবীর অধিকাংশ অংশই আবৃত আগ্নেয়গিরি দ্বারা। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অগ্নুৎপাত ঘটবে এবং অসহনীয় হয়ে উঠবে পৃথিবীর পরিস্থিতি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর