বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহের মাঝেই বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন (omicron)। আমেরিকা, ব্রিটেন সহ বিভিন্ন দেশ ঘুরে এবার হানা দিয়েছে ভারতে। আর উত্তরোত্তর বাড়ছে আক্রান্তের সংখ্যাও। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। যার ফলে ফের কিছু কিছু রাজ্যে আংশিক লকডাউনের পথে হেঁটেছে সে রাজ্যের সরকার।
গোটা বিশ্ব যখন ভয়ে কুঁকড়ে রয়েছে, ঠিক সেই সময় এক আশার বাণী শোনালেন ইজরায়েলের চিকিৎসক আফসাইন এমরানি। ট্যুইটারে তিনি লেখেন, ‘আসলে ওমিক্রন একটি ভ্যাকসিন, যা কিনা কোন সংস্থাই বানাতে সক্ষম হয়নি। অক্সিজেন, সঙ্কট, হাসপাতাল কোনকিছুরই প্রয়োজন নেই। গণ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। গোটা বিশ্বে ৮-১২ সপ্তাহের মধ্যে টিকাকরণ হয়ে যাবে। এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা আশির্বাদ স্বরূপ’।
এবিষয়ে করোনা বিশেষজ্ঞ যোগীরাজ রায় জানান, ‘এটা একটা মাইল্ড ডিজিজ। ডেল্টায় আক্রান্ত হয়েছে বলেই মনে করা হচ্ছে আমাদের এখানে। যাদের ক্ষেত্রে ৭ থেকে ১৪ দিনের মধ্য়ে শরীরে অক্সিজেন কমতে শুরু করে। তাই দুসপ্তাহের মধ্যেই আমরা বুঝতে পারব। আর যদি অক্সিজেনের মাত্রা না কমে, করোনা হয়, তাহলে শরীরে রিয়েল ইমিউনিটি তৈরি হবে এবং ভ্যাকসিন আছে। তৈরি হবে মিশ্র ইমিউনিটি, এর থেকে ভালো আর কিছুই হতে পারে না’।
আবার ওমিক্রন আক্রান্তদের চিকিৎসা করছেন, এমন এক চিকিৎসক ডাক্তার সায়ন চক্রবর্তী জানান, ‘দ্বিতীয় ঢেউয়ের সময় ডেল্টা অনেক বেশি ভয়ঙ্কর ছিল এবং আক্রান্তের সংখ্যাও অনেক বেশি ছিল তখন। তবে ওমিক্রনের ক্ষেত্রে ভয়াবহতা অনেকটাই কম। যেমন সাধারণ সর্দি, কাশি, জ্বরের মতো মৃদু উপসর্গ। বিদেশি রিপোর্টও এটাই বলছে’।