বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের মানব সভ্যতার সাথে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত যুদ্ধ। কিছু কিছু যুদ্ধের নৃশংসতা আবার শিহরিত করে আমাদের। পৃথিবীর ইতিহাসে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো নৃশংসতা ইতিহাসের পাতায় খুব কমই খুঁজে পাওয়া যায়। এই যুদ্ধে পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হয়ে পড়েছিল।
বিশ্বের সবথেকে ছোট যুদ্ধ (World Smallest War)
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ যায় কোটি কোটি মানুষের। তবে আপনারা জানেন বিশ্বের সবথেকে ছোট যুদ্ধ (World Smallest War) ঘটেছিল কোথায়? ভারত মহাসাগরের তানজানিয়ার উপকূলে অবস্থিত একটি আধা-স্বায়াত্তশাসিত দ্বীপপুঞ্জ জাঞ্জিবার একটা সময় স্বাধীন রাষ্ট্র হিসাবেই স্বীকৃত ছিল। ১৪৯৯ সালে জাঞ্জিবারে বসতি স্থাপন করে পর্তুগিজরা।
তবে ১৬৯৮ সাল নাগাদ ওমানের সুলতানদের কাছে জাঞ্জিবারের (Zanzibar) কর্তৃত্ব হারায় পর্তুগিজরা। সুলতান মাজিদ বিন সইদ ১৮৫৮ সালে ওমান থেকে জাঞ্জিবারকে আলাদা করে ব্রিটিশদের সমর্থনে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করেন জাঞ্জিবারকে। জাঞ্জিবারের ব্রিটিশপন্থী সুলতান হামাদ বিন থুওয়াইনির ১৮৯৬ সালে মৃত্যু হলে পরিস্থিতি জটিল হয় জাঞ্জিবারের।
আরোও পড়ুন : ভারতীয় চলচ্চিত্রের ‘সর্বসেরা শোম্যান’, কী কী মূল্যবান সম্পত্তি ছিল রাজ কাপুরের! তাক লাগাবে তালিকা
অনুগত হামুদ বিন মহম্মদকে জাঞ্জিবারের সুলতান হিসাবে বসাতে চেয়েছিল ব্রিটিশরা। তবে সুলতান হামাদ বিন থুওয়াইনির মৃত্যুর পর জাঞ্জিবারের শাসন ক্ষমতা যায় খলিদ বিন বারগাশের হাতে। তারপর থেকেই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। ইংরেজরা খলিদকে সুলতানের পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিলেও তিনি তা মানেননি।
আরোও পড়ুন : লাইমলাইট থেকে দূরে থাকেন, করেননি বিয়েও, ঠিক কী কাজ করেন সইফের বোন সাবা?
উল্টে ইংরেজদের বিরুদ্ধেই যুদ্ধের প্রস্তুতি শুরু করেন তিনি। তারপরই ব্রিটিশদের পক্ষ থেকে ১৫০জন নৌসেনা ভর্তি ৫টি যুদ্ধ জাহাজ পৌঁছে যায় জাঞ্জিবার উপকূলে। খলিদের রাজপ্রাসাদ লক্ষ্য করে ১৮৯৬ সালের ২৭ অগাস্ট সকাল ৯টা নাগাদ ব্রিটিশ বাহিনী গুলি চালাতে শুরু করে। সেই যুদ্ধে (War) নিহত হয় খলিদের প্রায় ৫০০ সৈন্য।
ব্রিটিশ বাহিনীর গোলা-কামানের সামনে রীতিমতো ছত্রভঙ্গ হয়ে পড়ে খলিদ বাহিনী। মুহূর্তে ধ্বংস হয়ে যায় রাজপ্রাসাদ। সকাল ৯টা ৩৮ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় এই যুদ্ধ। জার্মান দূতাবাসে গিয়ে আশ্রয় নেন খলিদ। তারপর হামাদকে সে দেশের সুলতানের আসনে বসায় ব্রিটিশরা। মাত্র ৩৮ মিনিটের এই অ্যাংলো-জাঞ্জিবার যুদ্ধ বিশ্বের সবথেকে কম সময়ের যুদ্ধ (World Smallest War) হিসাবে পরিচিত হয়ে রয়েছে ইতিহাসের পাতায়।