বাংলা হান্ট ডেস্কঃ আগামী 18 ই জুন ইংল্যান্ডের সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বিরাট কোহলির ভারত এবং কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। তবে এই ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে বেশ কয়েকটি নিয়ম জারি করলো আইসিসি। সেই সমস্ত নিয়ম গুলি মেনেই হবে ফাইনাল ম্যাচ। মূলত দুটি বিশেষ নিয়মের ওপরই জোর দেওয়া হয়েছে।
প্রথমত, আইসিসি তরফ থেকে নিয়ম জারি করে বলা হয়েছে ফাইনাল ম্যাচটি যদি ড্র কিংবা টাই হয় তাহলে দুই দলকেই যুগ্ম ভাবে বিজয়ী ঘোষনা করা হবে।
দ্বিতীয়ত, এই সময় ইংল্যান্ডে প্রচুর বৃষ্টি হয়। তাই বৃষ্টির কথা মাথায় রেখে নিয়মে বলা হয়েছে যদি কোন কারণে বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকে তাহলে ষষ্ঠ দিনে খেলা গড়াবে অর্থাৎ বৃষ্টির কারণে আরও একটি দিন অতিরিক্ত রাখা হয়েছে।
এরফলে 22 শে জুন খেলা শেষ হওয়ার কথা থাকলেও শেষ হবে 23 শে জুন।
আইসিসি তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, 5 দিনে মোটা 30 ঘন্টা খেলা হওয়ার কথা আছে। তবে বৃষ্টির কারণে কিংবা অন্য কোন কারণ যদি খেলা বন্ধ হয় অর্থাৎ সময় নষ্ট হয় তাহলে বাকি সময়ের খেলা যষ্ঠ দিনে গড়াবে। এক্ষেত্রে দুটি দলকেই মানতে হবে এই নিয়ম। এছাড়াও জানিয়ে দেওয়া হয়েছে, এই ফাইনাল ম্যাচটি হবে ‘গ্রেড ওয়ান’ বলে।