বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হবে বিরাট কোহলির টিম ইন্ডিয়া এবং কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। শুরু থেকেই এই ম্যাচে ভারতের প্রথম একাদশ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল।
অনেক ক্রিকেট বিশেষজ্ঞই প্রথম একাদশ নিয়ে নিজেদের দাবী পেশ করেছিলেন। অনেকেই প্রথম একাদশ সাজিয়ে দিয়েছিলেন। তবে ইংল্যান্ডের বর্তমান পরিস্থিতি এবং ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের বর্তমান পারফরম্যান্সের উপর বিচার করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দল ঘোষণা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
🚨 NEWS 🚨
Here's #TeamIndia's Playing XI for the #WTC21 Final 💪 👇 pic.twitter.com/DiOBAzf88h
— BCCI (@BCCI) June 17, 2021
এক নজরে দেখে নেওয়া যাক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় দল:-
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, ইশান্ত শর্মা এবং জাসস্প্রীত বুমরাহ।