বাংলা হান্ট ডেস্কঃ আর কয়েকদিন পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল ম্যাচ। ইংল্যান্ডের মাটিতে এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। তারপরই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ টীম ইন্ডিয়ার। আর সেই কথা মাথায় রেখে বেশ কয়েকদিন আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিল বিসিসিআই।
চোট সারিয়ে দীর্ঘদিন পর ভারতীয় দলে কামব্যাক করেছেন মহম্মদ সামি, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব, হনুমা বিহারি। ফের একবার ভারতীয় দলে সুযোগ পেলেন না ভুবনেশ্বর কুমার। এছাড়াও ঋদ্ধিমান সাহা এবং কে এল রাহুলের দলে নাম রয়েছে তবে তারা ফিট হওয়ার পরই দলের সঙ্গে যোগদান করতে পারবেন এমনটাই শর্ত রাখা হয়েছে। এছাড়াও চারজন স্ট্যান্ডবাই খেলোয়াড় নিয়ে যাবে টিম ইন্ডিয়া, যার মধ্যে সুযোগ পেয়েছেন এক বঙ্গসন্তান। এই চারজন হলেন অভিমুন্য ঈশ্বরণ, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেস খান এবং আরজান নাগবাসওয়ালার।
ICYMI – A look at #TeamIndia's squad for the inaugural ICC World Test Championship (WTC) final and the five-match Test series against England. 👇
Standby players: Abhimanyu Easwaran, Prasidh Krishna, Avesh Khan, Arzan Nagwaswalla pic.twitter.com/17J050QVT3
— BCCI (@BCCI) May 7, 2021
এক নজরে দেখে নেওয়া যাক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ইংল্যান্ড সিরিজের জন্য সম্পূর্ণ ভারতীয় দল:-
বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, শুভমান গিল, মায়াঙ্ক আগারওয়াল, হনুমা বিহারি, ঋষভ পন্থ, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর।
ICYMI – A look at #TeamIndia's squad for the inaugural ICC World Test Championship (WTC) final and the five-match Test series against England. 👇
Standby players: Abhimanyu Easwaran, Prasidh Krishna, Avesh Khan, Arzan Nagwaswalla pic.twitter.com/17J050QVT3
— BCCI (@BCCI) May 7, 2021