বিরাট না উইলিয়ামসন? বিশ্ব টেস্ট ফাইনালে কারা এগিয়ে? স্পষ্ট জানিয়ে দিলেন হেডলি

বাংলা হান্ট ডেস্কঃ আগামী 18 ই জুন ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। আর এই ম্যাচ শুরু হওয়ার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্যার রিচার্ড হেডলি। তিনি মনে করেন এই হাইভোল্টেজ ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দুই দলের 22 জন ক্রিকেটারের মধ্যে শুধুমাত্র বিরাটই ক্ষমতা রয়েছে একা হাতে ম্যাচের রং পাল্টে ফেলার।

এক সাক্ষাৎকারে বিরাট কোহলির প্রশংসা করে এই প্রাক্তন কিউই অধিনায়ক বলেন, “বিরাট বড্ড বেশি আবেগপ্রবণ। মাঠের ভেতর বিরাট কোহলির উপস্থিতি দেখলেই সেটা বোঝা যায়। ভারত বিরাট জনসংখ্যার ক্রিকেট পাগল দেশ। এই দেশের হয়ে অধিনায়কত্ব করা মোটেও সহজ কাজ নয় কিন্তু বিরাট নিজের আগ্রাসী মনোভাব সঙ্গে নিয়ে অনায়াসে অধিনায়কত্ব করছেন এবং দলকে দারুণ সাফল্য এনে দিচ্ছেন। ব্যাট হোক কিংবা ফিল্ডিং সবক্ষেত্রেই বিরাটের উপস্থিতি চোখে পড়ার মতো।”

images 63 5

সেইসঙ্গে হেডলি বলেন, “এত বড় ম্যাচে কোন দল ফেভারিট সেটা বেছে নেওয়া সম্ভব নয়। কারণ ম্যাচটি হচ্ছে একটি নিরপেক্ষ ভেন্যুতে। এতে কোন দলই হোম অ্যাডভান্টেজ পাবেনা। তবে যদি আবহওয়া খুব বেশি ঠান্ডা থাকে সে ক্ষেত্রে কিছুটা হলেও সুবিধাজনক পরিস্থিতিতে থাকবে নিউজিল্যান্ড। সেই সঙ্গে তিনি যোগ করেন দুই দলেই যেহেতু একাধিক বিশ্বমানের বোলার রয়েছে সেক্ষেত্রে দুই দলের ব্যাটসম্যানদের পড়তে হবে কঠিন চ্যালেঞ্জের মুখে।”

Udayan Biswas

সম্পর্কিত খবর