বিশ্বজয়ী কোচ বেলিস মুগ্ধ ভারতীয় পেস আক্রমণ দেখে। বললেন এর পিছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম।

Published On:

ভারতীয় পেস বোলিং আক্রমণ দেখে উচ্ছসিত বিশ্বকাপ জয়ী কোচ ট্রেভর বেলিস। বিশেষ করে মহম্মদ সামির বোলিং দেখে তিনি খুবই খুশি। তিনি সামির বোলিং দেখে বলেই দিলেন এই মুহূর্তে সামি বিশ্বের প্রথম চার পেসারের মধ্যে জায়গা করে নেবেন। সেই সাথে বিশ্বকাপ জয়ী কোচ জানিয়ে দিলেন সামি বিশেষ করে দ্বিতীয় ইনিংসে বেশি ভয়ঙ্কর হয়ে উঠছেন।

এই বেলিসের হাত ধরে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। এমন কি এই বেলিসের হাত ধরেই দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের জন্য 50 ওভারের বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। এই মুহূর্তে ইংল্যান্ডের প্রাপ্তন কোচ বেলিস টি-10 লীগের কোচিং করাচ্ছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে রয়েছেন এবং সেই দলেরই কোচিং করাচ্ছেন।

এইদিন যখন ইন্ডোরে মহম্মদ সামির ভয়ংকর বোলিং সামলাতে না পেরে একের পর এক উইকেট হারিয়ে তাসের ঘরের মত ভেঙে পড়ছিল বাংলাদেশি ব্যাটিং। সেই সময় বেলিস ব্যাখ্যা করলেন কেন সামি দ্বিতীয় ইনিংসে এত ভয়ংকর হয়ে উঠছেন। বেলিস বলেন সামির দ্বিতীয় ইনিংসে ভয়ংকর হয়ে ওঠার দুটি কারণ রয়েছে। প্রথমত, সামির উচ্চতা অন্যান্য পেসারদের থেকে একটু কম তাই ওর বল উইকেটে পরে বাউন্স হওয়ার বদলে একটু বেশি গতি নিয়ে ব্যাটসম্যানে কাছে চলে যায়, ফলে ব্যাটসম্যানের বেশ অসুবিধা হয় সামির বলের গতি বুঝতে। দ্বিতীয়ত, টেষ্টের দ্বিতীয় ইনিংসে পিচ একটু বেশি খরখরে হয়ে যায় আর এইরকম পিচে সামির বল সামলানো কঠিন হয়ে দাড়ায় ব্যাটসম্যানদের কাছে। সামি এই রকম পিচে অত্যন্ত গতিতে বল ভিতরের দিকে নিয়ে আসতে পারে যার ফলে সামির বল আরও ধারালো হয়ে উঠে।

সেই সাথে তিনি ভারতীয় বোলারদের ধারাবাহিক ভাবে 140-150 গতিবেগে বল করাকেও বাহবা দিয়েছেন। বেলিসে বলেছেন এই মুহূর্তে ভারতীয় বোলারদের এই ধারাবাহিক ভাবে সুন্দর বোলিং পারফরম্যান্সের মূলে রয়েছে তাদের ফিটনেস যেটা একদিনে হয় নি দীর্ঘদিনের পরিশ্রমনের ফলে সেটা হয়েছে।

সম্পর্কিত খবর

X