সঞ্জয় কাপড়ী পূর্ব মেদিনীপুর..শুক্রবার ছিল বিশ্ব যোগ দিবস রাজ্যের পাশাপাশি প্রত্যেক জেলাতেই মহা ধুমধামের সাথে পালন করা হচ্ছে বিশ্ব যোগ দিবস,সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে জেলার যোগ অ্যাসোসিয়েশন,ওম অষ্টাঙ্গ যোগ ফিজিক অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ও আর স্বামীজি যোগ্য দিশারীর যৌথ উদ্যোগে এই বিশ্ব যোগ দিবস পালন করা হয়।
এই বিশ্ব যোগ দিবসে এলাকার কচিকাঁচা থেকে শুরু করে এলাকার যুবকরাও যোগ আসনের মাধ্যমে এই দিনটিকে পালন করে
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার