বাবা অর্থের অভাবে বক্সিং ছেড়ে হয়েছিলেন দর্জি, বিশ্বচ্যাম্পিয়ন হয়ে স্বপ্নপূরণ করলো ছেলে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চেন্নাইয়ের তরুণ বক্সার বিশ্বনাথ সুরেশের নাম অনেকেই হয়তো শোনেননি। ফুটবল বিশ্বকাপের বাজারে তার সাফল্যের গল্প নিয়ে খুব একটা আলোচনা হয়নি। কিন্তু এই ভারতীয় বক্সারের সাফল‍্যর গল্প আপনাকে মুগ্ধ করবে। সম্প্রতি তিনি যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফিলিপিনসের প্রতিপক্ষ রোনাল সিয়ামকে ৪৮ কেজি বিভাগে হারিয়ে সর্বোচ্চ খেতাব নিজের দখলে নিয়েছেন।

তার বাবা সুরেশ নিজেও ছিলেন একজন বক্সার। কিন্তু অভাবের কারণে খুব বেশি এগোতে পারেননি তিনি। শুধুমাত্র রাজ্য পর্যায়ে কয়েকটি চ্যাম্পিয়নশিপ জয় অবধি তার সাফল্য সীমাবদ্ধ থেকে গিয়েছিল। তারপর একসময় পয়সার অভাবে সংসারের হাল ধরতে বক্সিং কে বিদায় জানিয়ে দর্জির পেশা বেছে নিতে বাধ্য হন তিনি।

কিন্তু তার ছেলে বিশ্বনাথ তার অধরা স্বপ্নটি পূরণ করেছেন। দেশের নাম উজ্জ্বল করে তিনি নিজেও এই কথা বলেছেন। বাবার স্বপ্ন কে পূর্ণতা দান করতে ইচ্ছে তার বক্সিংয়ে আসা এবং বক্সিংকে ভালোবাসা, সেটাও স্বীকার করেছেন তিনি। ১২ বছর বয়সে বক্সিং কে তিনি বেছে নিয়েছিলেন নিজের কেরিয়ার হিসেবে। নিজের বাবার কাছেই প্রাথমিক শিক্ষা নেন কারণ তার কাছে তখন কোচিং নেওয়ার মতো অর্থবল ছিল না।

সর্বোচ্চ পর্যায়ে সাফল্য পেয়ে বিশ্বনাথের বক্তব্য হল, “বাবা আমাকে নিজের যাবতীয় জ্ঞান শিখিয়েছেন হাতে ধরে। বাবার জন্যেই এই খেলাকে ভালোবেসে ছিলাম। এত প্রাথমিকভাবে আমার ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার। যদিও লড়াইটা খুব সহজ ছিল না কারণ চেন্নাইতে কোন বড় মানের বক্সিং অ্যাকাডেমি নেই।”

এর আগে এশিয়ান ইয়ূথ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন বিশ্বনাথ। ফ্লয়েড মেওয়েদারকে আইকন মানা বিশ্বনাথ ভবিষ্যতে অলিম্পিকের মঞ্চে ও সাফল্য পাওয়ার স্বপ্ন দেখেন। তার জন্য মানসিক এবং শারীরিক, দুই রকম প্রস্তুতি সারছেন তিনি।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর