খোঁজ মিলল পৃথিবীর সবথেকে বড় মাংশাসী ফুল রেফলিশিয়ার!

বাংলাহান্ট ডেস্ক: খোঁজ মিলল পৃথিবীর সবচেয়ে বড় ফুলের। ইন্দোনেশিয়ার পশ্চিম মধ্য সুমাত্রার জঙ্গলে খোঁজ পাওয়া গিয়েছে এই ফুলের। রেফলিশিয়া নামের এই ফুল এতই বড় যে তা কল্পনাও করা যায়না।

প্রায় চার বর্গফুট জুড়ে বিস্তৃত এই ফুল। এর আগেও ২০১৭ সালে সুমাত্রার জঙ্গলে রেফলিশিয়া ফুল পাওয়া গিয়েছিল। ওই সময় পৃথিবীর সবথেকে বড় ফুল বলে অভিহিত করা হয়েছিল সেটাকে। সেই ফুলটি আকারে আয়তনে ছিল প্রায় ৩ ফুট ও ১২ কিলো। রেফলিশিয়া একটি পরজীবী বা মাংশাসী ফুল। কীট-পতঙ্গ খেয়ে বেঁচে থাকে এই বিশেষ প্রজাতির ফুল।

87d4be2f fe31 4f30 be90 07ac5acf801f

রেফলিশিয়া দেখতে খানিকটা সূর্যমুখী ফুলের মতোই। কিন্তু সূর্যমুখীর মতো এর রঙ হলুদ নয়। বরং আশমানী ও সাদা রঙেই বেশি পাওয়া যায় রেফলিশিয়া। এই ফুলের থেকে অত্যন্ত দুর্গন্ধও বের হয়। স্থানীয় মানুষজন সাধারনত এড়িয়েই চলেন এই ফুলকে। স্থানীয় ভাষায় এই ফুলকে তাঁরা বলেন ‘মৃতদেহের ফুল’। দুর্গন্ধের জন্যই সম্ভবত এমন নামকরন এই ফুলের।

তবে এই ফুলে কোনও পাতা বা কাণ্ড দেখা যায় না। এটাই এর বিশেষত্ব। পতঙ্গ শিকার পদ্ধতিও বেশ অন্যরকম রেফলিশিয়ার। এই ফুলের বিশেষ গন্ধে আকর্ষিত হয়ে কীট-পতঙ্গরা ফুলের ওপর এসে বসে। ফুলের মধ্যে ঢুকতেই ভেতরেই পড়ে মারা যায় কীটপতঙ্গ। বছরের কিছু কিছু মাসেই ফোটে এই বিশেষ ধরনের ফুল। অক্টোবর মাসে ফোটা শুরু করে রেফলিশিয়া। পরের বছর মার্চ পর্যন্ত পুরোপুরি ফুটে যায় এই ফুল। তবে খুব তাড়াতাড়িই নষ্ট হয়ে যায় এই বিশেষ প্রজাতির ফুল।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর