Bajaj করে দেখাল কামাল! ভারতে লঞ্চ হতে চলেছে বিশ্বের প্রথম CNG বাইক, চমকে দেবে ফিচার্স

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে প্রতিটি ক্ষেত্রেই ঘটছে পরিবর্তন। এমতাবস্থায়, টু-হুইলারের ক্ষেত্রেও সেই পরিবর্তনের রেশ পরিলক্ষিত হচ্ছে। একদিকে যখন বৈদ্যুতিক টু-হুইলারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে ঠিক সেই আবহেই দেশের (India) শীর্ষস্থানীয় টু-হুইলার প্রস্তুতকারক বাজাজ (Bajaj) ভারতে (India) বহু প্রতীক্ষিত CNG টু-হুইলার লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি এই প্রসঙ্গে সামনে এসেছে বড় আপডেটও। জানা গিয়েছে, আগামী ৫ জুলাই বিশ্বের প্রথম CNG বাইক লঞ্চ করবে এই সংস্থা।

এমতাবস্থায়, আগামী শুক্রবার এই বাইক লঞ্চ হওয়ার পর গ্রাহকরা দেশের যেকোনও বাজাজ শোরুম থেকে এটির বুকিং করতে পারবেন। যদিও এই বাইকের দাম প্রকাশ করা হয়নি। তবে কোম্পানি শীঘ্রই এটি সম্পর্কে সম্পূর্ণ বিবরণ শেয়ার করবে। জানিয়ে রাখি যে, এই বাইকটি লঞ্চ করবেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি (Nitin Gadkari)।

টিজার প্রকাশ করেছে বাজাজ: বাইকটি লঞ্চের আগে, ইতিমধ্যেই এটির অফিসিয়াল টিজার প্রকাশ করেছে সংস্থাটি। যেখানে এই বাইকের ডিজাইন এবং কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে। কোম্পানিটি মাইক্রো ব্লগিং সাইট ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছে। যেখানে বলা হয়েছে, “৫ জুলাই, ২০২৪-এ বিশ্বের প্রথম CNG মোটরসাইকেলের উন্মোচনের সাক্ষী থাকুন।” তারপরে হ্যাশট্যাগে লেখা রয়েছে প্রথম CNG বাইক।

আরও পড়ুন: গলা ফাটানোর জন্য হয়ে যান তৈরি! চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান, চলে এল বড় আপডেট

এমতাবস্থায়, সামনে আসা স্পাই শটগুলি অনুসারে, বিশ্বের প্রথম CNG বাইকে একটি ছোট জ্বালানি ট্যাঙ্ক দেখা গিয়েছে। যেটি প্রায় ৫ বা ৭ লিটার জ্বালানি ধারণ করতে পারে। কোম্পানিটি এটি সম্পর্কে খুব বেশি তথ্য শেয়ার করেনি। তবে কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই মোটরসাইকেলটি সর্বাধুনিক প্রযুক্তির সাথে বাজারে প্রবেশ করবে। এছাড়াও এই বাইকে একাধিক দুর্ধর্ষ ফিচার্স পরিলক্ষিত হবে। মোটরসাইকেলটি ১০০ থেকে ১২৫ CC-র মধ্যে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। যা রাইডারকে চমৎকার মাইলেজ এবং আরামদায়ক রাইডের অভিজ্ঞতা প্রদান করবে।

আরও পড়ুন: জিততেই রোহিতরা পাচ্ছেন ১২৫ কোটি! ৮৩-র বিশ্বকাপ কত পেয়েছিলেন কপিল? সামনে এল তথ্য

দুর্দান্ত ডিজাইন: আমরা যদি এই বাইকের ডিজাইনের প্রসঙ্গে বলি সেক্ষেত্রে জানাতে হয় স্পাই শটগুলি প্রকাশ করেছে যে এই বাইকের উভয় দিকে বোল্ড ট্রান্স দেখা গিয়েছে যেখানে LED ট্রিটমেন্ট থাকবে। এই মডেলে ম্যাট ফিনিশ এক্সজস্ট সহ স্টাইলিশ অ্যালয় হুইল উপলব্ধ হবে বলেও অনুমান করা হচ্ছে। এই সেগমেন্টে বাইকটিকে নিরাপদ করে তুলতে, এর উভয় চাকায় ডিস্ক ব্রেক থাকবে। এছাড়াও এতে রয়েছে নাকল গার্ড, ফ্রন্ট ভাইজার, ডিজিটাল স্পিডোমিটার, যা রাইডারকে স্পিড আরপিএম, গিয়ার পজিশনিং এবং টাইমের মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তথ্য প্রদান করবে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X