বিশ্বের সবচেয়ে বড় ই-স্কুটার কারখানা তৈরি হবে ভারতে, প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা

Published On:

সংক্রমণের আবহে অনেকেই এই মুহুর্তে গণযান ব্যাবহার করতে ভয় পাচ্ছেন। ভাইরাসের আশঙ্কায় তাই অনেকটাই বেড়েছে স্কুটার ও বাইকের চাহিদা৷ এই বর্ধিত চাহিদা মাথায় রেখেই বিশ্বের সব চেয়ে বড় ইলেকট্রিক স্কুটার কারখানা তৈরি হতে চলেছে ভারতে।

ভারতের তামিলনাড়ুতে বিশ্বের সব চেয়ে বড় ইলেকট্রিক স্কুটার কারখানা করতে চলেছে ওলা। ইতিমধ্যেই তারা কথা বলেছে তামিলনাড়ু সরকারের সাথে। সব ঠিক থাকলে আগামী বছর জানুয়ারিতেই বাজারে চলে আসবে ওলার এই ইলেকট্রিক স্কুটার।

জানা যাচ্ছে,  তামিলনাড়ুর এই কারখানায় ২৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে ওলা। ওলা দাবি করেছে এই কারখানা হবে বিশ্বের বৃহত্তম। তামিলনাড়ুতে এই কারখানাটি তৈরি হলে প্রায় ১০ হাজার কর্মসংস্থান হবে বলে দাবি করা হয়েছে।

ওলার তরফ থেকে জানানো হয়েছে যে এই কারখানায় প্রতি বছর ২০ লাখ স্কুটার তৈরি হবে। আগামী বছরের মধ্যেই কারখানার নির্মাণ কাজ শেষ করবে ওলা।

X