পৃথিবীর তৈল খনির সবথেকে বড় ভান্ডারের ড্রোন হামলা। কী হতে চলেছে পৃথিবীর ভবিষ্যত?

 

 

বাংলা হান্ট ডেস্ক: পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক তেলের ভান্ডার রয়েছে সৌদি আরবে। সেখান থেকেই অন্যান্য বহু দেশে রপ্তানি হয় খনিজ তেল। আর সেই তেল ভান্দরেই হলো ড্রোন হামলা। অনেকদূর থেকে দৃশ্যমান হয়ছে সেই আগুন। এই হামলায় পৃথিবীর বুকে খনিজ তেলের ঘাটতি পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।  ইতিমধ্যেই এই ড্রোন হামলার দায় নিয়েছে ইয়েমেন হাউদি রিবেল নামক একটি সংস্থা।শহরের অভ্যন্তরে ও অনেক বার ড্রোন হামলা চালিয়েছে এই সংস্থা। বেশ অনেক বছর ধরেই চলছে এই যুদ্ধ।

IMG 20190914 153112 1

তবে এই ঘটনায় কোনো প্রাণ নাশের ঘটনা ঘটেছে নাকি সেটা এখনও পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। এই ঘটনার ফলে যে পৃথিবীর তৈল ভান্ডারের কতটা ক্ষতি হলো আর ভবিষ্যতে এর কতটা প্রভাব পড়তে তাও তার বিশ্লেষণ চলছে।।

সম্পর্কিত খবর