বিদ্যালয়ের বার্ষিক ফি ১ কোটির বেশি!অবাক হচ্ছেন? আসলে এটিই বিশ্বের সবচেয়ে দামি স্কুল, কারা পড়ে?

বাংলাহান্ট ডেস্ক : আচ্ছা আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিদ্যালয় (Worlds Most Expensive School) কোনটি? কোন বিদ্যালয়ে (Worlds Most Expensive School) সব থেকে বেশি বার্ষিক ফি জমা করতে হয়? না, এর উত্তর দিতে পারেন না ৯৯% মানুষ। আপনারও যদি এর উত্তর জানা না থাকে, তাহলে প্রতিবেদনটি পড়ুন।

বিশ্বের অধিক খরচসাপেক্ষ স্কুল (Worlds Most Expensive School)

দেখুন, আমাদের দেশে প্রচুর বিদ্যালয় (Worlds Most Expensive School) রয়েছে যেখানে বার্ষিক ফি আকাশ ছোঁয়া। একমাত্র অর্থবান ব্যক্তিদের সন্তানেরাই সেখানে পড়াশোনা করার সুযোগ পায়। কিন্তু আজকে যে বিদ্যালয়টির কথা বলব সেটি অবশ্য আমাদের দেশে নয় রয়েছে বিদেশের মাটিতে। যেখানে পড়তে গেলে বার্ষিক ফ্রী জমা করতে হয় প্রায় দুই কোটি টাকার কাছাকাছি।

   

আরোও পড়ুন : কম পুঁজিতে ব্যবসার পরিকল্পনা করছেন? তাহলে শুরু করুন ‘এই’ জিনিসটির চাষ! ভাগ্য খুলবে কদিনেই

শুনে অবাক লাগলেও এটাই সত্যি। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিদ্যালয়টি (Worlds Most Expensive School) রয়েছে সুইজারল্যান্ডে (Switzerland)। বিদ্যালয়টির নাম ‘ইনস্টিটিউট লে রোজি’। সুইজারল্যান্ডে অবস্থিত এই বিদ্যালয়ের ফি (Fees) শুনলে চোখ কপালে উঠবে আপনার। এখানে যাদের সন্তানরা পড়াশোনা করেন তাদের লাখে নয় বরং কোটিতে খরচ করতে হয়।

আরোও পড়ুন : “আমাকে আঘাত করলে টর্নেডো, সাইক্লোন হয়ে যাই,” হঠাৎ একথা কেন বললেন মমতা?

এই বিদ্যালয়ের বার্ষিক যা চার্জ তা দিয়ে অনায়াসে বিলাসবহুল গাড়ি কিংবা গোটা কয়েক ফ্ল্যাট কেনা যাবে। বিদ‌্যালয়ের বার্ষিক ফি ১ কোটি টাকার বেশি। উইকিপিডিয়ার তথ্য বলছে, বর্তমানে ‘ইনস্টিটিউট লে রোজি’-তে পড়াশোনার জন্য বছরে ১৩৩,০০০ মার্কিন ডলার ফি দিতে হয়। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১কোটি ১১লক্ষ ৬৪হাজার ৩৮৫ টাকা।

delhi school students private schools 0

এই বিদ্যালয় থেকে পড়াশোনা করার পর ছাত্র-ছাত্রীরা অনেকেই রাজা-বাদশা হয়েছেন বলে জানা গিয়েছে একটি সূত্রের খবরে। সেই জন্য এই বিদ্যালয়কে ‘স্কুল অফ কিংস’ নামে ডাকা হয়। এই বিদ্যালয়ে ৫০টিরও বেশি দেশ থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে। স্পেন, মিশর, বেলজিয়াম, ইরান, গ্রিসের মতো রাজপরিবারের সন্তানরা ‘ইনস্টিটিউট লে রোজি’ বিদ্যালয়ের পড়ুয়া।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর