দূষণে দিল্লিকেও টেক্কা মুম্বইয়ের! ‘বাহ আমরা পেরেছি’, খোঁচা রবিনা ট্যান্ডনের

বাংলাহান্ট ডেস্ক : দিনের পর দিন বেড়েই চলেছে রাজধানীর দূষণ (Delhi Pollution)। যার জেরে নিত্যদিন ধোঁয়াশা চাদরে ঢাকছে আকাশ। শীত মানেই বায়ুদূষণের সমস্যা দিল্লিতে। আর এর কারণ হিসেবে ফসলের গোড়া পুড়িয়ে ফেলাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তবে এবার দিল্লির এই দূষণকে পেছনে ফেলে এগিয়ে গেল মুম্বাই (Mumbai)।

সম্প্রতি সুইজারল্যান্ডের মনিটর করা টেক কোম্পানি আইকিউ এয়ার বিশ্বের দূষিত শহরগুলির তালিকা প্রকাশ করেছে। জানা যাচ্ছে, দূষণের তালিকায় প্রথমেই জায়গা করে নিয়েছে বোসনিয়ার সারাজেভো। দ্বিতীয় স্থানে উঠে এসেছে মুম্বাইয়ের নাম। এতদিন দিল্লির দূষণ নিয়ে ছিল বহু চর্চা। আর এবার সেই দিল্লিকেই হারিয়ে দিল মুম্বাই। আর সেই রিপোর্ট প্রকাশ্যে আসতেই তাতে মন্তব্য করেছেন বলি অভিনেত্রী রবিনা ট্যান্ডন।

Delhu Pollution

নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট শেয়ার করেন অভিনেত্রী। লেখেন,’ আমরা পেরেছি’। তিনি আরও লেখেন, ‘ দিল্লিকে হারিয়ে এগিয়ে গেছি আমরা’। যদিও ব্যাঙ্গাত্মক ভাবেই এই পোস্ট করেছেন অভিনেত্রী। অনেকেই কমেন্ট করেছেন তাঁর পোস্টে।

প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি মাসের ২৯ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ পর্যন্ত চালানো হয়েছে এই সমীক্ষা। আর তাতেই দেখা গেছে ১৬৩ স্কোর করেছে মুম্বাই। যদিও আগে দূষণের দিক থেকে ১০ নম্বরে ছিল মুম্বাই। সে জায়গায় এখন বাণিজ্যনগরীর নাম উঠতে এসেছে দ্বিতীয়স্থানে।

Mumbai Pollution

তৃতীয় স্থানে উঠে এসেছে লাহোরের নাম। দূষণের মাত্রা অনেকটাই কমায় ষষ্ঠ স্থানে নাম উঠে এসেছে রাজধানী দিল্লির। অন্যদিকে শহর কলকাতা ১৩৫ স্কোর করে ১৭ নম্বরে স্থান পেয়েছে। আর এভাবে দিল্লিকে হারিয়ে দেওয়ার জন্য শহর মুম্বাইকে বাহবা দিয়েছেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন।

additiya

সম্পর্কিত খবর