আজ থেকে আরম্ভ স্মৃতি, হরমনপ্রীতদের মহিলা IPL! জানুন কিভাবে দেখবেন লাইভ টুর্নামেন্ট

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে শুরু মহিলা আইপিএলের (WPL) প্রথম সংস্করণ। গত কয়েক মাস ধরে মহিলা আইপিএলের টিম বিডিং এবং তারপর খেলোয়ারদের অকশন ঘিরে উৎসাহের অন্ত ছিল না। স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), অ্যালিসা পেরি, মেগ ল্যানিং, হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur) কত টাকায় কোন দলের জার্সি গায়ে তুলতে চলেছেন সেই সম্পর্কে জানার জন্য আগ্রহের শেষ ছিল না ক্রিকেটপ্রেমীদের। সেই সব পর্ব অতিক্রম করে আজ ৪ঠা মার্চ থেকে মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ইউপি ওয়ারিয়র্স ও দিল্লি ক্যাপিটালসকে নিয়ে আরম্ভ হতে চলেছে মেয়েদের এই টি-টোয়েন্টি লিগ।

এখন প্রশ্ন হল ভারতীয় দর্শকরা কিভাবে এই টুর্নামেন্ট লাইভ দেখতে পাবেন। এক্ষেত্রে স্টার স্পোর্টস বা সনি নেটওয়ার্ক সম্প্রচারের দায়িত্ব পায়নি, যেটা সাধারণত পুরুষ আইপিএলের ক্ষেত্রে আমরা শুরু থেকে দেখে আসছি। অথবা ডিজিটাল পরিসরের ক্ষেত্রে ডিজনি হটস্টারেও পাওয়া যাবে না এই টুর্নামেন্টের সম্প্রচার। কিভাবে এই প্রতিযোগিতা দেখা যাবে তা জানতে গেলে ক্রীড়াপ্রেমীদের ফিরে যেতে হবে ২ মাস আগের ঘটনায়।

কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপ ভারতীয় ফুটবলপ্রেমীরা দেখেছিলেন টিভির ‘স্পোর্টস ১৮’ চ্যানেলে। সেইসঙ্গে জিও সিনেমা অ্যাপেও লাইভ দেখানো হয়েছিল ফুটবল বিশ্বকাপ। এবার মহিলা আইপিএলের ক্ষেত্রেও ঠিক এমনটাই হতে চলেছে। টিভির ক্ষেত্রে স্পোর্টস ১৮ এবং যারা অনলাইন স্ট্রিমিং পছন্দ করেন তাদের ক্ষেত্রে জিও সিনেমা হচ্ছে এই প্রতিযোগিতাটি দেখতে পাওয়ার মঞ্চ।

আজ থেকে আরম্ভ হওয়া প্রতিযোগিতা একটি চলবে মার্চের ২৬ তারিখ পর্যন্ত। গোটা টুর্নামেন্টটি আয়োজিত হবে মুম্বাইতে। এই টুর্নামেন্টকে ঘিরে যাতে মহিলা ক্রিকেট সম্পর্কে সকলের আগ্রহ করে ওঠে সেই জন্য অভিনব উদ্যোগ নিয়েছে আইপিএল গভর্নিং বডি। মহিলা ক্রিকেটপ্রেমীরা বিনামূল্যে স্টেডিয়ামে গিয়ে এই ম্যাচগুলি দেখতে পাবেন। পুরুষদের জন্য সর্বনিম্ন টিকিটের দাম ১০০ টাকা এবং সর্বোচ্চ টিকিটের নাম ৪০০ টাকা।

মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়াম কমপ্লেক্স এবং ব্রেবোর্ন স্টেডিয়ামগুলিতে গোটা টুর্নামেন্টের ম্যাচগুলি ভাগাভাগি করে খেলা হবে। আজ মহিলা আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গুজরাট জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ থেকে টুর্নামেন্টের ম্যাচগুলি আরম্ভ হবে এবং যেদিন দুটি করে ম্যাচ থাকবে সেদিন প্রথম ম্যাচটি আরম্ভ হবে দুপুর ৩.৩০ থেকে।


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর