বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India) সরকারের তরফ থেকে ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান হিসেবে দেওয়া হয় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। আর এই রাজীব গান্ধী নামেই তার তীব্র আপত্তি। আর সেই আপত্তি থেকেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে ঠাট্টা ভরা টুইট করে বসলেন কুস্তিগীর ববিতা ফোগত। তারপরই তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মানের সঙ্গে কেন যুক্ত থাকবে দেশের প্রাপ্তন প্রধানমন্ত্রীর নাম? এই প্রশ্ন তোলায় অনেকেই ববিতা ফোগতকে নিয়ে সমালোচনা করেছেন আবার অনেকেই ববিতা ফোগতের এই বক্তব্যকে সমর্থন জানিয়ে তার পাশে দাঁড়িয়েছেন।
এই দিন যাবতীয় বিতর্কের সৃষ্টি হয় ববিতা ফোগতের টুইট ঘিরে। তার আগের দিনই জাতীয় ক্রীড়া দিবসের দিন ভারত সরকার কর্তৃক দেশের পাঁচ জন ক্রীড়াবিদকে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়। আর তার পরের দিনই এই পুরস্কারের নামকরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন আরেক তারকা ভারতীয় কুস্তিগীর ববিতা ফোগত।
এইটিন টুইট করে ববিতা ফোগত লিখেছেন, ” প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ভারতের দাঁড়িয়ে ইতালিতে বর্ষা ছুঁড়ে পাঠিয়ে দিয়েছিলেন! সেই জন্যই কি খেলরত্ন পুরস্কারের সঙ্গে তাঁর নাম জুড়ে রয়েছে!” ববিতা ফোগতের এমন ব্যঙ্গাত্মক টুইট ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। অনেকেই বলেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়েও ক্রীড়া সম্মানের নামকরণ নিয়ে প্রশ্ন তুলতে পারতেন। আবার অনেকেই ববিতা ফোগতের পাশে দাঁড়িয়ে বলেছেন দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান কোন ক্রীড়া ব্যক্তিত্বের নামেই হওয়া উচিত।”