বাংলা হান্ট ডেস্ক: কমনওয়েলথ গেমস-এ সোনাজয়ী কুস্তিগীর ববিতা ফোগাট এবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। সম্প্রতি হরিয়ানাতে এই কাজ সম্পন্ন করেন তিনি। শুধু ববিতা নয়, তাঁর বাবা মহাবীর ফোগাটও এদিন বিজেপিতে যোগ দেন। কুস্তি পরিবারের এই বিজেপিতে যোগদান পর্বে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা ও আরও অনেকে।
হরিয়ানার এই বিখ্যাত কুস্তিগীর ববিতা ফোগাট তিনটি কমনওয়েলথ গেমসে সোনা ও রুপোর পদক জয়ী। ২৯ বছরের ববিতা ফোগাট ও তাঁর দিদি গীতা ফোগাটের সাফল্যে ‘দঙ্গল’ নামের সিনেমা করেছিলেন আমির খান। সম্প্রতি এমন এক ব্যক্তিত্বের বিজেপিতে যোগদানে বেশ প্রফুল্লিত গেরুয়া শিবির। যদিও এর আগে বিজেপির পক্ষে কথা বলতে দেখা গেছে ববিতা কে। সম্প্রতি জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়ার প্রসঙ্গেও সরকারের প্রশংসা করেন ববিতা ও তাঁর বাবা।
এই বছরের শেষের দিকে হরিয়ানায় বিধানসভা নির্বাচন। তার আগে ববিতা ফোগাট ও তার বাবার বিজেপিতে যোগদানে গেরুয়া শিবিরের অনেকটাই শক্তি বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। ববিতার মতন একজন ক্রীড়াবিদের রাজনীতিতে যোগদান, যুব সমাজকে আরো আকৃষ্ট করবে বলে মনে করছেন সকল।