নতুন সংসদের উদ্বোধনের দিনে পুলিশি অত্যাচারের শিকার কুস্তিগীররা! এইজন্য দেশকে মেডেল দিয়েছেন? উঠছে প্রশ্ন

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত এপ্রিল মাসের ২৩ তারিখ থেকে চলতে থাকা কুস্তিগীরদের আন্দোলনের (Wrestler’s Protest) সম্পর্কে সকলেই এতদিনে অবগত হয়ে গিয়েছেন। ভারতীয় বক্সিং ফেডারেশনের (Wrestling Federation of India) প্রধান এবং বিজেপির এমপি ব্রিজভূষণ শরণ সিং-এর (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে মহিলা কুস্তিগীরের হেনস্থার অভিযোগ করে তারা দিল্লির যন্তর মন্তরে ধর্ণায় বসে আছেন। তাদের দাবি অবিলম্বে ব্রিজভূষণকে গ্রেফতার করতে হবে। কিন্তু তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণের অভাবে এখনো অবধি কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

আজ দেশের নতুন পার্লামেন্টের উদ্বোধনের ঘটনাস্থল থেকে দুই কিলোমিটারেরও কম দূরে এই নিয়ে ঘটে গেল মারাত্মক ঘটনা। আজ, রবিবার, দিল্লির যন্তর মন্তর থেকে কিছুদূরে কুস্তিগীরদের দল এবং পুলিশদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। ঘটনার ছবি এবং ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এই বিশৃঙ্খলার মূল কারণ ছিল ভিনেশ ফোগাত, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়ার মতো শীর্ষ কুস্তিগীরদের নেতৃত্বে বাকি আন্দোলনকারীরা দিল্লির নতুন সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিলেন। তাদের লক্ষ্য ছিল নতুন সংসদ ভবনের সামনে নিজেদের প্রতিবাদকে তুলে ধরা। কিন্তু পুলিশ তাদের সেই লক্ষ্যে বাধা দেয়।

এরপর অলিম্পিক এবং কমনওয়েলথ গেমসের মতো প্রতিযোগিতায় পদকজয়ী চ্যাম্পিয়নদের সঙ্গে দিল্লি পুলিশকে ধাক্কাধাক্কি, মারপিট এবং শেষে পুলিশবাসে করে টেনে নিয়ে যাওয়ার দৃশ্যে দেখা গিয়েছে যা সোশ্যাল মিডিয়ায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

দিল্লি পুলিশ আজকের এই পরিকল্পিত ‘মহাপঞ্চায়েতের’ আগে যন্তর মন্তরে, মনোনীত প্রতিবাদস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল। কিন্তু বর্ধিত নিরাপত্তা সত্ত্বেও, কুস্তিগীররা তাদের প্রতিবাদে এগিয়ে যাওয়ার বিষয়ে অনড় ছিল। নিন্দুকটা অবশ্যই এমনটাও দাবি করছেন যে বিনা তদন্তে তাদের দাবিকে যাতে মাইলেজ দিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া যায় তার জন্য কুস্তিগীররা এমনটা করছেন। এর পেছনে অন্য রাজনৈতিক সমীকরণের গন্ধও পাচ্ছেন অনেকে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর