টাইটান্সের রেকর্ড গড়ার দিনে গিলের সাথে জুটিতে রেকর্ড করার পাশাপাশি এই বিশেষ কীর্তি ছুঁলেন ঋদ্ধিমান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএল ফাইনালে (IPL Final) মুখোমুখি হয়েছে আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস এবং সাম্প্রতিক অতীতে আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল গুজরাট টাইটান্স। রবিবার এই ফাইনালটি আয়োজিত হওয়ার কথা থাকলেও সেদিন মারাত্মক বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে যায়। তাই, আজ ২৯ শে মে মহেন্দ্র সিংহ ধোনি এবং হার্দিক পান্ডিয়ার দল একে অপরের মুখোমুখি হচ্ছে।

আর সেই ফাইনালেই রেকর্ড গড়ে ফেললেন ঋদ্ধিমান সাহা এবং শুভমান গিল। এর আগে আইপিএলের ফাইনালে পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। কিন্তু আজ প্রথম দুই ওভারে মাত্র ৮ রান করার পরেও সেই রেকর্ডটি ভেঙে দিলো সাহা-গিল জুটি। প্রথম ৬ ওভারে তারা ৬২ রান তুললেন। তৃতীয় ওভারে দীপক চাহারকে আক্রমণ করে ১৬ রান তুলে তিনি ধোনিদের ব্যাক ফুটে ফেলে দেন। তিনি দ্বিতীয় ক্রিকেটার এবং প্রথম ভারতীয় যার আইপিএলের ফাইনালে একটি শতরান এবং একটি অর্ধশতরান দুইই রয়েছে।

কিন্তু গিলকে (৩৯) ভুলিয়ে ঋদ্ধিমান সাহাকে (৫৪) ফিকে করে ফাইনালে প্রথম ইনিংসে যাবতীয় নজর নিজের দিকে ঘুরিয়ে নিলেন সাই সুদর্শন। চলতে আইপিএলে তিনি যখন যখন সুযোগ পেয়েছেন ব্যাট হাতে বেশ গুরুত্বপূর্ণ কিছু ইনিংস খেলেছেন। আজ শুরুতে ধীর গতিতে ব্যাটিং করে ঋদ্ধিমান সাহার ওপর কিছুটা চাপ বাড়িয়েছিলেন তিনি। কিন্তু ঋদ্ধি আউট হওয়ার তাকে আটকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন ধোনি।

ধীর গতিতে শুরু করে মাত্র ৩৩ বলে নিজের ফিফটি সম্পূর্ণ করেছিলেন সুদর্শন। এরপর আর কোনও বোলারকেই তিনি সমীহ করেননি? যে পাথরিনাকে আপনি শুধুমাত্র ডেথ বোলিংয়ের জন্য ব্যবহার করেন সেই শ্রীলঙ্কান তরুণকে হাতের জোরে একাধিকবার গ্যালারিতে পাঠালেন তিনি। ৪০ বলে ৮ টি চার এবং ৬ টি ছক্কা সহ করলেন ৯৬ রান।

প্রথমদিকে জাদেজা, চাহার ও থিকসেনাকে ব্যবহার করে নিয়েছিলেন ধোনি। ফলে হার্দিক এবং সুদর্শন যখন ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন তখন বোলিং পরিবর্তনে কোনও বৈচিত্র্য আনতে পারলেন না। আইপিএল ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ রান করল গুজরাট টাইটান্স। হার্দিকের ২১ রানের ক্যামিওতে ভর করে সিএসকের সামনে জয়ের জন্য ২১৫ রানের লক্ষ্য রেখেছে গুজরাট। এটি আইপিএল ফাইনালের সর্বোচ্চ টার্গেট। এর আগে এত বড় রান তাড়া করে কোনও দল আইপিএল জেতেনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর