বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল নিয়মরক্ষার খেলায় ঋতুরাজ গায়কোয়াডের অর্ধশতরানে (৫৩) ভর করে বোর্ডে ১৩৩ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। ফিনিশার হিসাবে এই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন ধোনি। গুজরাটের হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন শামি। রান তাড়া করতে নেমে অপর দিক দিয়ে একের পর এক সঙ্গীকে হারাতে থাকলেও নিজের উইকেট বাঁচিয়ে রেখে গুজরাটকে ১৯.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। এদিন ৫৭ বলে ধৈর্য্যশীল ৬৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন বঙ্গ উইকেটরক্ষক। চলতি মরশুমে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি।
স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা হওয়ার সাথে সাথে আরও বেশ কয়েকটি পুরস্কার জিতে নেন বাংলার পাপালি। চলতি মরশুমের শুরুর দিকে তাকে ব্রাত্য করে রাখা হয়েছিল। পরপর পাঁচটি ম্যাচে তিনি বেঞ্চে বসে ছিলেন। তার জায়গায় বিশ্বকাপ জয়ী উইকেটরক্ষক ম্যাথু ওয়েড-কে সুযোগ দেওয়া হয়েছিল যিনি উল্লেখযোগ্য কিছু প্রমাণ করতে পারেননি। তারপর ঋদ্ধিকে সুযোগ দেওয়া হলে তিনিও প্রথম ম্যাচে ব্যর্থ হন। কিন্তু তারপর থেকে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অর্ধশতরান সহ ৮ ম্যাচে ২৮১ রান করে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন। পাওয়ার প্লে-তে তার স্ট্রাইক রেট ১৫০-র ওপরে! ভারতীয় দলে তার জায়গায় প্রথম কিপারের জায়গা নেওয়া পন্থ ১২ ম্যাচে ২৯৪ এবং তার রিপ্লেসমেন্ট শ্রীকর ভরত এখনও অবধি ২ ম্যাচে ৮ রান করেছেন। তাই ঋদ্ধিকে ফের জাতীয় দলে ফেরানোর দাবিও তুলছেন অনেকে। যদিও এই যুক্তি ফেলে দেওয়ার নয় যে আইপিএলের পারফরম্যান্স টেস্ট দলে বাছাই হওয়ার মাপকাঠি হতে পারে না।
ঋদ্ধি অবশ্য এসব নিয়ে কখনোই খুব একটা সরব হন না, নিজের কাজটা চুপচাপ করে যেতেই ভালোবাসেন। কাল ম্যাচের সেরা হয়ে নিজের দলের লিগ তালিকার শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করানোর পর ঋদ্ধি সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে ফাইনালে যাওয়ার দুটো সুযোগ নিশ্চিত হওয়ায় তিনি খুশি। সেইসঙ্গে শেষ অবধি ক্রিজে থেকে দলকে জয় এনে দিতে পেরেও আনন্দিত তিনি।
Relieved that we’ll now get two bites at the cherry as we book a spot in the Top 2! Happy to stay on till the end. @gujarat_titans #BeleiveInYourself 💪#SeasonOfFirsts #AavaDe #GTvsCSK pic.twitter.com/98JLd3BWw1
— Wriddhiman Saha (@Wriddhipops) May 15, 2022
এদিন ম্যাচের সেরা হওয়ার পাশাপাশি আরও একটি মাইলফলক ছুঁলেন বঙ্গ উইকেটরক্ষক আইপিএল রানের বিচারে ঋদ্ধি টপকে গেলেন কিংবদন্তি সচিন টেন্ডুলকারকে। সচিন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৭৮ ম্যাচ খেলে ২৩২৪ রান করেছেন। সচিন নিজের গোটা আইপিএল কেরিয়ারের বেশিরভাগ সময়টা ইনিংস ওপেন করেছেন। ঋদ্ধি মোট ১৪১ ম্যাচ খেলে ২৩৯১ করেছেন। কিন্তু তিনি গুজরাত টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ বাদে আর কোথাও ওপেন করার সুযোগ খুব একটা পাননি। কেকেআর তাকে মিডল অর্ডারে ব্যবহার করতো, চেন্নাইয়ে তিনি খুব একটা ব্যাটিংয়ের সুযোগ পাননি এবং কিংস ইলেভেন পাঞ্জাব তাকে মূলত ৪ বা ৫ নম্বরে ব্যবহার করতো। তাই ঋদ্ধিমানের রেকর্ডও যথেষ্ট প্রশংসনীয়।