IPL-এ সেঞ্চুরি করলেন ঋদ্ধিমান সাহাও! গুজরাট টাইটান্সের বড় ভরসা হয়ে উঠছেন বঙ্গ ক্রিকেটার  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতবার যখন আইপিএলে (IPL 2022) গুজরাট টাইটান্স (Gujrat Titans) চ্যাম্পিয়ন হয়েছিল তখন ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) একটা বড় ভূমিকা ছিল সেই যাত্রায়। নক আউটে তার ব্যাট না চললেও যখন থেকে তিনি দলের হয়ে ওপেনিং করা শুরু করেছিলেন তখন থেকে গুজরাটের অনেক সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়েও ফাইনালে অসাধারণ ব্যাটিং করে আইপিএল ফাইনালে শতরান করা প্রথম ক্রিকেটার হয়েও ট্রফি ছোঁয়া হয়নি তার। সেই আফসোস গত বছর মিটিয়ে নিয়েছিলেন।

এরপর চলতি বছরেও অসাধারণ ছন্দে রয়েছেন বঙ্গ উইকেটরক্ষক। ত্রিপুরার হয়ে গোটা মরশুমে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। চলতি মরশুমে প্রথম থেকেই তাকে শুভমান গিলের সঙ্গে ওপেন করার সুযোগ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত বড় কোনো স্কোর না করতে পারলেও প্রতি ম্যাচে আগ্রাসে ব্যাটিং করে গুজরাটকে ভালো স্টার্ট করতে সাহায্য করছেন তিনি।

   

এরই মধ্যে গতকাল আইপিএলে নিজের পুরোনো দল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাটিং করতে নেমে ২৫০০ আইপিএল রানের গণ্ডি পার করে ফেলেছেন বঙ্গ উইকেটকিপার। কাল তার ১৯ বলে ৩০ রানের ইনিংসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল গুজরাট টাইটান্সের জয়ের ক্ষেত্রে। কারণ গুজরাটের বাকি ব্যাটারদের স্ট্রাইক রেট অত্যন্ত কম ছিল।

saha wriddhi

এছাড়া গতকাল আরও একটি কীর্তি গড়েছেন ঋদ্ধিমান সাহা। কাল মোহিত শর্মার বলে হালকা পুশ করতে গিয়ে ব্যর্থ হন পাঞ্জাব কিংসের ফর্মে থাকা ভারতীয় ক্রিকেটার জিতেশ শর্মা। খুব হালকাভাবে ব্যর্থ হয়ে বৃদ্ধির গ্লাভসে জমা পড়ে যা মাঠে উপস্থিত আর কারোর পক্ষে নির্ধারণ করা সম্ভব হয়নি। কিন্তু ঋদ্ধিমান সাহা এক প্রকার জোর করেই হার্দিক পান্ডিয়াকে রিভিউ নিতে বাধ্য করেন।

রিভিউ দেখে মোহিত শর্মা নিজের আইপিএলে দীর্ঘদিন পর প্রত্যাবর্তনের ম্যাচে একটি মূল্যবান উইকেট পেয়ে যান। এছাড়াও কাল দুটি রান আউট এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ঋদ্ধিমান সাহা। তবে ওই ক্যাচটির পরে তিনি আইপিএলের নিজের শততম শিকার পেয়ে গিয়েছেন। ৭৮ টি ক্যাচ এবং ২২টি স্টাম্পিং সহ নিজের ১০০ তম শিকার পেয়েছেন পাপালি। মজার ব্যাপার হল গতকাল তিনি আইপিএলে দ্রুততম ১০০ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাডার শততম শিকার হয়ে ফেরেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর