সূর্যকুমার নাকি ঋদ্ধিমান? WTC ফাইনালে লোকেশ রাহুলের বদলি কে?

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএলে (IPL 2023) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে মারাত্মক আঘাত পেয়েছিলেন লোকেশ রাহুল (KL Rahul)। তারপর ওই ম্যাচে আর ব্যাটিং করতে পারেননি তিনি। এরপর আজ জানা গিয়েছে যে আইপিএল এবং তার পাশাপাশি আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটি থেকেও ছিটকে গিয়েছেন তিনি। তার মত অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি সমস্যা কিছুটা বাড়ালো রোহিত শর্মার।

এর আগে থেকেই চোট আঘাতের কারণে একাধিক ক্রিকেটার ভারতীয় দলে নেই। বুমরা, পন্থ, শ্রেয়সদের অনুপস্থিতিতে এমনিতেই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ছিলেন চিন্তিত। এখন নতুন করে আরেকটি চোট চিন্তা বাড়িয়েছে তাদের। লোকেশ রাহুল শেষ কয়েক মাস ধরে নিজের সেরা ছন্দের ধারে কাছে না থাকলেও এটাকে একটা ক্ষতি হিসেবেই দেখছেন তারা।

test kl rahul

লোকেশ রাহুল নিজে বলেছেন, “একেবারে হতাশ যে আমি আগামী মাসে ভারতীয় দলের সাথে ওভালে থাকতে পারছি না। আমি দেশের জার্সিতে ফিরে আসতে যা যা করতে পারি তা করব। এটা সবসময় আমার কাছে অগ্রাধিকার পেয়েছে। এলএসজি ম্যানেজমেন্ট এবং বিসিসিআই তাদের তৎপরতার জন্য এবং আমার সতীর্থদের এই কঠিন সময়ে তাদের অটল সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। আমি আপনাদের সকলকে আমার অগ্রগতি সম্পর্কে তথ্য জানাতে থাকবো।”

এবার প্রশ্ন হল যে লোকেশ রাহুলের জায়গায় পরিবর্তন হিসেবে কার নাম ঘোষণা করবে বিসিসিআই। এখনো কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অনেকেই চাইছেন লোকের রাহুলের জায়গায় সূর্যকুমার যাদবকে আর একটা সুযোগ দেওয়া হোক। এখনো পর্যন্ত টি-টোয়েন্টি ছাড়া আর কোন ফরম্যাটের ভারতীয় দলে তিনি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেননি। কিন্তু টেস্ট ক্রিকেটে খুব বেশি সুযোগও পাননি তিনি। এই মুহূর্তে আত্মবিশ্বাস ভালো জায়গায় রয়েছে তার। সেই সঙ্গে দলের প্রয়োজনে আগ্রাসী ব্যাটিং করে রিশব পন্থের অভাব কিছুটা পূরণ করতে পারবেন তিনি এমনটা অনেকে আশঙ্কা করছেন।

আবার অনেকে চাইছেন যে লোকেশ রাহুলের বদলে ঋদ্ধিমান সাহার মতো অভিজ্ঞ তারকাকে ফের একবার দলে ফেরানো হোক। ঋদ্ধির বয়স হয়েছে এবং তার ব্যাটিং খুব উন্নতমানের নয়, এমনটা অনেকেই স্বীকার করছেন। কিন্তু ইংল্যান্ডের মাটিতে ঋদ্ধিমানের কিপিং ভারতীয় দলের কাছে সম্পদ হয়ে উঠতে পারেন বলে ধারণা অনেকের। তবে এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর