বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলের দুপুরের ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একটি ঝড় উঠেছিল। গুজরাটের ক্রিকেটপ্রেমীদের সামনে লখনৌ সুপারজায়ান্টস বোলিংকে ধ্বংস করে দিলেন এক বঙ্গ ক্রিকেটার। ঋদ্ধিমান সাহার আজকের ব্যাটিং বিক্রম এতটাই মারাত্মক ছিল যে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি পর্যন্ত ইনস্টাগ্রামে তার আলাদা করে প্রশংসা করতে বাধ্য হন।
ঋদ্ধি কতটা আগ্রাসী মেজাজে আজ মাঠে নেমেছিল, সেটা একটা ছোট্ট পরিসংখ্যান দিলেই পরিষ্কার হয়ে যাবে। আজ গুজরাট টাইটান্স মাত্র ৪ ওভারে ৫০ রানের গন্ডি পেরিয়ে যায়, তখন ঋদ্ধির নামের পাশে ৪৬। শেষপর্যন্ত ১৩ তম ওভারের প্ৰথম বলে যখন ১৪২ রানের দলগত স্কোরে ঋদ্ধিমান আউট হলেন তখন ঋদ্ধির নামের পাশে ৮১ রান। ৪৩ বলে তিনি ১০ টি চারের পাশাপাশি মেরেছেন ৪ টি ছক্কা। শুধু উইকেটরক্ষক হিসাবে ভালো, ব্যাটিংটা ঠিক আসে না, এই দাবি যারা করেন তাদের মুখে যেন সপাটে থাপ্পড় মারলেন ঋদ্ধিমান।
তবে আজ শুধুমাত্র ঋদ্ধিমান নয়, অসাধারণ ব্যাটিং করেছেন শুভমান গিলও। ৫১ বলে ২টি চার ৭টি ছক্কা সহ ৯৪ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন তিনি। দুজনেই আজ শতরান করতে পারতেন ভাগ্য কিছুটা সহায় হলে। এছাড়া ১৫ বলে ২৫ রান করেন হার্দিক পান্ডিয়া এবং ১২ বলে ২১ রান করেন ডেভিড মিলার। ২০ ওভারে ২২৭ রান তোলে গুজরাট টাইটান্স।
এরপর রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিলেন কাইল মেয়ার্স (৪৮) এবং কুইন্টন ডি কক (৭০)। কিন্তু তার পরে আর কেউই টিকতে পারেননি। দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন। ১ টি করে উইকেট নেন মহম্মদ শামি, রশিদ খান, নূর আহমেদ। ২০ ওভারে ১৭১ রান তুলতে সক্ষম হয় লোকেশ রাহুলহীন লখনৌ। টপ ফোরের দৌড়ে গুজরাট এখন চাপমুক্ত। বেশ কিছুটা চাপ বাড়লো লখনৌয়ের ওপর।