সাংবাদিক বিতর্ক নিয়ে মুখ খুললেন ঋদ্ধিমান, জানালেন আসল ঘটনা কি….

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের তারকা উইকেট-রক্ষক ঋদ্ধিমান সাহা আজকাল একটি বিশেষ কারণে শিরোনামে থাকছেন। বঙ্গ উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা সম্প্রতি একজন সাংবাদিকের একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যিনি তাকে সোশ্যাল মিডিয়ায় একটি সাক্ষাৎকারের জন্য হুমকি দিয়েছিলেন। ঋদ্ধিমান সাহার এই অভিযোগের পর বিসিসিআইও গোটা বিষয়টি খতিয়ে দেখছে। সাংবাদিক বিতর্কে প্রকাশ্যে এসেছেন ঋদ্ধিমান সাহা।

ঋদ্ধিমান সাহা সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, “সাংবাদিকটির কথায় আমার খারাপ লেগেছে। আমি কোন সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করিনি বা তারা আমার সাথে খারাপ ব্যবহার করেনি, তবে এই বার্তাটির কোনও দরকার ছিল না। আমি তার মুখোশ খুলতে চেয়েছিলাম, যাতে মানুষ জানতে পারে ওই জগতেও এমন মানুষ আছে।”

rahul dravid wriddhiman saha

এ ছাড়াও সাহা নিজের দল থেকে বাদ পড়া প্রসঙ্গে বলেন, “রাহুল দ্রাবিড় সরাসরি আমাকে অবসরের কথা বিবেচনা করতে বলেননি, তবে বলেছেন যে দল এখন তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চাইছে। তিনি বলেছিলেন আমি জাতীয় দলের বাইরে অন্য কিছু ভাবতে পারি। তবে আমি এই মুহূর্তে অবসর নেওয়ার কথা ভাবছি না। আমি ঘরোয়া ক্রিকেট, আইপিএল খেলতে প্রস্তুত।” তবে ঋদ্ধিমান জানিয়ে দিয়েছেন যে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বাদ পড়ায় তিনি মর্মাহত ও দুঃখিত।

ঋদ্ধিমান আরও বলেন, “নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজে যেভাবে খেলেছি তাতে আশা করেছিলাম দলে থাকব, কিন্তু মনে হচ্ছে নির্বাচক কমিটি আগেই সিদ্ধান্ত নিয়েছে এবং আমাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সৌরভ গাঙ্গুলিও আমার পারফরম্যান্সের প্রশংসা করেছিলেন।তাও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়ায় আমি আহত হয়েছি, তবে বিসিসিআই যা সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে নেব।


Reetabrata Deb

সম্পর্কিত খবর