বাংলা হান্ট ডেস্কঃ আইপিএল (IPL) চলাকালীন হ্যামিংয়ে গুরুতর চোট পান সানরাইজার্স হায়দ্রাবাদের উইকেট কিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা (Wriddhiman saha)। চোটের কারণে আইপিএলের প্লে অফে খেলতে পারেনি ঋদ্ধিমান সাহা। স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছিল ঋদ্ধিমান সাহার দু’পায়ের হ্যামিংয়ে গুরুতর চোট রয়েছে যার জেরে ঋদ্ধিকে নিয়ে ঝুঁকি নিতে চায় নি হায়দ্রাবাদ।
আইপিএল শেষে চিকিৎসরা জানান ঋদ্ধি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে যার জেরে ঋদ্ধিকে দুবাই থেকেই অস্ট্রেলিয়া উড়িয়ে নিয়ে যাওয়া হয়। সিডনি পৌঁছে এই মুহূর্তে কোয়ারেন্টিনে রয়েছে ভারতীয় দল। সেই সঙ্গে চলছে অনুশীলনও। বুধবার টিম ইন্ডিয়ার নেটে ব্যাটিং করতে দেখা গেল ঋদ্ধিমান সাহাকে।
https://twitter.com/BCCI/status/1329004659860619264?s=20
চিকিৎসরা জানিয়েছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা এই মুহূর্তে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আর সেই কারণেই ব্যাটিং প্র্যাকটিস শুরু করলেন ঋদ্ধিমান সাহা। বুধবার সিডনিতে দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন ঋদ্ধি। ঋদ্ধিকে নেটে ব্যাটিং করতে দেখে ভারতীয় ক্রিকেট প্রেমীরা একপ্রকার নিশ্চিত যে আডিলেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ঋদ্ধি খেলবেন।