বোমা ফাটালেন তাসলিমা,পাকিস্তানের বন্ধু তুরস্ক কি আইসিস জঙ্গিদের পুনর্জাগরণ চাইছে!

 

বাংলা হান্ট ডেস্ক:   হ্যাঁ তিনি লেখিকা বটে। তিনি ভারতের না বাংলাদেশের এ নিয়ে বিতর্ক চলতেই থাকে। তবে তিনি যে ভূমিকন্যা বাংলাদেশের তা তিনি নিজেও স্বীকার করে নেন। কিন্তু প্রশ্ন অন্য জায়গায় যখন কোন মানুষের বাক স্বাধীনতা এক অন্য জায়গায় রূপ নেয় তখন কিন্তু তা গোড়া মানুষদের চিন্তার বিষয় হয়ে ওঠে। আর এমনই একজন বিশ্ব বিখ্যাত চরিত্র হলেন তাসলিমা নাসরিন। যার প্রতিটি ছত্রে স্বাধীনচেতা এক মানুষের চিত্র রূপায়িত হয়। আর এবার তিনি মুখ খুললেন তুরস্ককে নিয়ে। নিজের ফেসবুক পোস্টে। মোদী কিছুদিন আগেই তুরস্ক সফর বাতিল করেছেন। পাকিস্তানের সাথে তুরস্কর গলায় গলায় সম্পর্ক অনেকটা আন্তর্জাতিক ক্ষেত্রে ঋণাত্মক বার্তা দিয়েছে।

IMG 20191026 WA0021 1

তুরস্কের রাজনীতিতে সন্ত্রাসবাদীদের একটা প্রচ্ছন্ন মদত রয়েছে। তা তুরস্কর প্রধান তো খুব ভালোভাবে জানেন। বর্তমান পরিস্থিতির রোজাভাও কুরদ নারীদের স্বায়ত্তশাসিত অঞ্চলটি নিয়ে যথেষ্ট টালমাটাল অবস্থায় রয়েছে সেই দেশের রাজনীতি।প্রসঙ্গে তাসলিমা নাসরিন তার ফেসবুক পোস্টে লিখেছেন
“এমন দেশটি মধ্যপ্রাচ্যে পাবে নাকো তুমি,
সকল দেশের সেরা সে যে,রোজাভা স্বপ্নভূমি!

সিরিয়ার বীর কুর্দ নারীরা আইসিস-সন্ত্রাসীদের পরাজিত করেছিলেন। সেই বীর কুর্দ নারীদের স্বায়ত্বশাসিত অঞ্চলটির নামই ‘রোজাভা’, যে স্বপ্নের ভূমিতে গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাসহ সকলের শিক্ষার স্বাস্থ্যের অন্নের বস্ত্রের বাসস্থানের অধিকার তো আছেই, সবচেয়ে বেশি যা আছে তা হলো রাষ্ট্রে, সমাজে, পরিবারে, নারীর সমানাধিকার। এমন স্বপ্নভূমিকে ধুলোয় মিশিয়ে দিতে তুরস্কের সরকার উন্মাদ হয়ে উঠেছে। তুরস্কের এই আগ্রাসনে রোজাভার অনেককে ইতিমধ্যে প্রাণ দিতে হয়েছে। এক লক্ষ মানুষ এখন ঘর ছাড়া। জেল ভেঙ্গে বেরিয়ে পড়েছে আইসিস সন্ত্রাসীরা। রোজাভার পতন ঘটিয়ে তুরস্ক কি আইসিসের পুনর্জাগরণ চাইছে? তুরস্কের আগ্রাসনের বিরুদ্ধে শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা এক হোন।”


সম্পর্কিত খবর