ব্রিটেনে ফাটল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা! বিস্ফোরণে কেঁপে উঠল ২৪ কিমি এলাকা

বাংলা হান্ট ডেস্ক : যুদ্ধ মিটে গেছে ১৯৪৫ সালেই। কিন্তু ইতিউতি তার নিদর্শন পাওয়া যায় মাঝেমধ্যেই। কখনও মরচে ধরা বন্দুক কখনও বা সাঁজোয়া গাড়ি। কিন্তু এবার খোঁজ মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের (Second World War) সময়কার বমের। ব্রিটেনের (Britan) একটি এলাকায় পাওয়া যায়। বিপত্তি বাঁধে এই বোমা নিষ্ক্রিয় করার সময়ই। জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল ব্রিটেনের নরফকের গ্রেট ইয়ারমউথ শহর।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত না ফাটা বোমা মাঝেমধ্যেই উদ্ধার হয়। ব্রিটেনেও এমন বহু বোমা পাওয়া গিয়েছে এর আগেই। আর সাধারণত সেগুলি সব লোকালয় থেকেই উদ্ধার হয়। এ বারও সে রকমই একটি বোমা উদ্ধার হয়েছিল। কিন্তু সেটি যে এমন ভয়ংকর বিস্ফোরণ ঘটাতে পারে তা বোধহয় কল্পনাও করেন নি বম স্কোয়াডের আধিকারিকরা।

   

নরফক পুলিস সূত্রে জানা যাচ্ছে সমস্ত রকম সাবধানতাই অবলম্বন করা হয়েছিল। বোমা নিষ্ক্রিয় করার আগে আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় সমস্ত রাস্তাও। সংবাদমাধ্যমের সূত্রে খবর, গত মঙ্গলবার সকালে বোমা নিষ্ক্রিয় করার কাজ চলছিল। নিষ্ক্রিয় করার জন্য আনা হয় বিশেষ প্রযুক্তির রোবট। সেটি কাজ শুরু করতেই আচমকা ভয়ংকর বিস্ফোরণ ঘটে ওই বোমায়। অবশ্য এই ঘটনায় কেউ হতাহত হননি বলে দাবি নরফক প্রসাশনের।

britain 2britain 2britain 2

পুলিস সূত্রে জানা যাচ্ছে, এর আগেও মানুষের বসতি এলাকায় এমন অনেক বোমার খোঁজ মিলেছে। সেগুলি নিষ্ক্রিয় করতে গিয়ে কোনও রকম সমস্যাই হয়নি। অবশ্য এই নিষ্ক্রিয় করার কাজটি সব সময়ই অত্যন্ত ঝুঁকির। অপ্রত্যাশিত কোনও কিছু যাতে না ঘটে তার জন্য আগে থেকেই এলাকা খালি করে দেওয়া হয়। ইয়ারমাউথে হদিশ মেলা বোমা নিষ্ক্রিয় করার আগেও একই কাজ করা হয়েছিল। তাই ভয়ংকর বিপদ এড়ানো সম্ভব হয়েছে। নকফক পুলিসের বম্ব স্কোয়াডের এক আধিকারিক জানিয়েছেন, পরিকল্পনামাফিক সব কিছুই করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে রোবটে কোনও প্রযুক্তিগত ত্রুটি হয়েছিল কি না তাই এখন খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, লন্ডনের জাতীয় ফুটবল স্টেডিয়াম থেকে উদ্ধার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ৫০ কেজি ওজনের বোমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর কেটে গেছে ৭৭ বছর। যুদ্ধের সময় জার্মান বিমানহামলায় ওই বোমাটি এসে পরে ব্রিটেনের ওয়েম্বলি স্টেডিয়ামে। কিন্তু বোমাটি তখন ফাটেনি। সেই বোমাই উদ্ধার করা হয় ব্রিটেন থেকে। সেবারেও বোমাটি উদ্ধার করার সময় ওই অঞ্চলের সমস্ত মানুষকে সাময়িকভাবে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ৪০০ মিটার পথ বেষ্টনী করে উদ্ধার করা হয় ৫০ কেজির ওই বোমাটিকে। মেট্রোপলিটান পুলিস মনে করছে ১৯৪০ সালে জার্মানির বিমান থেকেই নিক্ষেপিত হয়েছিল ওই বোমা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর