৪০০ নয়, টার্গেট সোজা ৫০০! মোদীর প্রশংসা করে বিজেপির জয়ধ্বনি ‘গ্রেট খালি’র

বাংলা হান্ট ডেস্ক : দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। সমস্ত রাজনৈতিক দল তার নিজ নিজ অস্ত্র হাতে যুদ্ধে নামতে প্রস্তুত‌। প্রচারের কাজও চলছে জোরকদমে। ভোট বৈতরণী পার করতে কম বেশি সব রাজনৈতিক দলই ভরসা রাখে তারকাদের উপর। সে ক্রিকেট তারকা হোক কী বিনোদন জগতের চেনা মুখ। তারকারাও তাদের প্রিয় দলের হয়ে প্রচার করতে নামেন রাজনীতির কঠিন ময়দানে।

এই যেমন সদ্য BJP-র হয়ে গলা ফাটাতে দেখা গেল ‘দ্য গ্রেট খালি’ (The Great Khali) ওরফে দিলীপ সিং রানাকে। এমনিতে তিনি যে ভারতীয় জনতা পার্টির সমর্থক সেটা তো সকলেই জানেন। এর আগেও একাধিকবার বিজেপির হয়ে কথা বলেছেন তিনি। লোকসভার আগে ফের একবার বিজেপির হয়ে সরব হলেন তিনি।

আসন্ন নির্বাচন নিয়ে এমনিই যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপি। সংসদ ভবনে দাঁড়িয়ে অমিত শাহ তো বলেই দিয়েছেন, ‘আবকি বার ৪০০ পার’। গেরুয়া শিবিরের দাবি বিজেপি একাই জিতবে ৩৫০ এল বেশি আসন। রাজনৈতিক কারবারিদের মতে, ম্যাজিক ফিগার তো বিজেপি এমনিই ছুঁয়ে যাবে, ৩৫০ পার করে যাওয়াও অসম্ভব কিছু নয়।

আরও পড়ুন : ‘অশান্তি করলে কাউকে ছাড়বনা’, গাড়িতে হামলা হতেই পুলিশকে একহাত নিলেন সৌমিত্র খাঁ

তবে প্রচারে নেমে ‘দ্য গ্রেট খালি’ যা বলেছেন তা সত্যিই অবাক করার মত। খালির কথায়, ৪০০ তো অনেক ছোট ব্যাপার, আসন্ন নির্বাচনে বিজেপি ৫০০ পার করে গেলেও তা আশ্চর্যের নয়। তিনি এইদিন বলেন, ‘এখনও তো নির্বাচন শুরুই হয়নি। আপনারা এখন থেকেই যে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমার মনে হয় এবার ৫০০ পার হয়ে যাবে‌।’ খালির এই মন্তব্যের পর এক ইউজার লিখেছেন, ‘ভাই ছোট কিছু ভাবেনা। টার্গেট সোজা ৫০০।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর