এখনও বাতাসে মাংস পোড়া গন্ধ, তারই মধ্যে সাজোসাজো রবে রামপুরহাট ছেয়ে গেল ‘সুস্বাগতম মমতা’ ব্যানারে

বাংলাহান্ট ডেস্ক : রামপুরহাট গণহত্যা কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। বিরোধীরা দাবি তুলছে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের। শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে অব্যাহত কাদা ছোঁড়াছুড়ি এবং রাজনৈতিক তরজা। এরই মধ্যে আজ রামপুরহাটের বগটুই গ্রামে গ্রাউন্ড জিরোতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ঠিক আগের রাতেই সামনে এল এক চাঞ্চল্যকর ছবি। যা নিয়ে নিন্দার ঝড় স্যোশাল মিডিয়া তথা রাজ্যজুড়ে।

গতকালই সামনে এসেছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী আসবেন সেই উপলক্ষে ‘সুস্বাগতম’ লেখা ফেস্টুন টাঙানো হচ্ছে রামপুরহাটে। সেই ব্যানারে মুখ্যমন্ত্রীর ছবি ছাড়াও রয়েছে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল এবং স্থানীয় বিধায়কের ছবিও। সৌজন্যে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটি।

এই ছবি সামনে আসার পরই কার্যতই ছিছিক্কার সব মহলে। বগটুইয়ের বাতাসে এখনও মানুষ পোড়া গন্ধ। এখনও সম্পুর্ণ শীতল হয়ে আসেনি পোড়া ঘরগুলির উত্তাপ। প্রশ্ন উঠছে পুলিশ -প্রশাসনের ভূমিকা নিয়ে। বলাই বাহুল্য, অভিযোগের তীর স্থানীয় শাসকদলের দিকেই। প্রত্যক্ষদর্শীদের বয়ানেও উঠে এসেছে এমনটাই। এহেন একটি মর্মান্তিক ঘটনার পর মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী সেখানে যাবেন সেটাই স্বাভাবিক। এই পরিস্থিতিতে উৎসবের মেজাজে এহেন সাজো সাজো রব কার্যতই দৃষ্টিকটু। যেখানে এতগুলো মানুষের মৃত্যু হল সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য ‘স্বাগতম’ লেখা হোর্ডিং মানায় না, এমনটাই মত একাংশের।

উল্লেখ্য, আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর নির্দেশে রামপুরহাটে আসছে কেন্দ্রীয় তদন্তকারী দল। এরই মধ্যে ফরেন্সিক টিম এবং প্রতক্ষদর্শীদের বয়ানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রত্যক্ষদর্শী এবং মৃতের পরিবারের দাবি, বাড়িতে আগুন লাগানোর আগে কুপিয়ে খুন করা হয় আক্রান্তদের। তারপর দেহগুলি বাড়িতে ঢুকিয়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বাড়িতে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গেছে বিজেপি এবং সিপিএমের প্রতিনিধি দল। এবার গ্রাউণ্ড জিরো থেকে আজ কী বলেন মুখ্যমন্ত্রী, সেটাই দেখার।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর