ভারত-চিন সম্পর্কে নয়া মোড়? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বিশেষ বার্তা জিনপিংয়ের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গতকাল অর্থাৎ ১ এপ্রিল ৭৫ বছরে পদার্পণ করল ভারত-চিন (India-China) কূটনৈতিক সম্পর্ক। বিশেষ এই দিনটিতে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেছে দুই দেশই। কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিতে অভিনন্দন বার্তা বিনিময় করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।

ভারত-চিন (India-China) কূটনৈতিক সম্পর্ক

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) এদিনের শুভেচ্ছা বার্তায় চিনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping) বলেন, আরও ঘনিষ্ঠভাবে ভবিষ্যতে কাজ করতে হবে নয়া দিল্লি ও বেইজিংকে। বিশেষ এই বার্তায় চিনা প্রেসিডেন্ট উল্লেখ করেন, ‘ড্রাগন-এলিফ্যান্ট ট্যাঙ্গো’-র রূপ দিতে হবে চিন ও ভারতের (India-China) দ্বিপাক্ষিক সম্পর্ককে।

আরও পড়ুন : অভিষেকের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ! ববির ইলেকশন পিটিশন মামলা থেকে সরলেন বিচারপতি

২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনা সেনার আক্রমণের ঘটনার পর দুই দেশ পুনরায় দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার পথে একাধিক উদ্যোগ নিয়েছে। সেই সূত্র ধরে এদিন জিনপিং বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের উপায়গুলি খুঁজে বার করা উচিত প্রতিবেশী দেশগুলির। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের গভীরতার উপর জোর দেওয়ার কথাও এদিন বলেন চিনা প্রেসিডেন্ট।

আরও পড়ুন : নিষেধাজ্ঞা শিথিল হতেই বলিউডে কামব্যাক ফাওয়াদ খানের, পাক শিল্পীর বিরুদ্ধে ক্ষোভের আগুন মহারাষ্ট্রে

সীমান্তবর্তী এলাকায় শান্তি বজায় রাখতে যৌথ বোঝাপড়ার কথাও এদিন শোনা যায় শি জিনপিং-এর গলায়। অন্যদিকে, চিনের  বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এদিন জানান, ভারত ও চিনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫ বছর পূর্তি হল আজ। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাস বলে পারস্পারিক সহযোগিতা একে অপরের সফলতার কারণ হয়ে উঠেছে।

Xi Jinping comments India-China relationship.

উভয় পক্ষের জন্যই ‘ড্রাগন এবং হাতি’-র সহযোগিতামূলক নৃত্য দৃঢ় করবে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক। গত বছর রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদি ও জিনপিং-এর বৈঠক প্রসঙ্গ উল্লেখ করে গুও বলেন, ভারত ও চিন উভয়ই দুই রাষ্ট্রনেতার ঐক্যমত বাস্তবায়নের ক্ষেত্রে কাজ করে চলেছে। একে অপরের প্রতি সহযোগিতা ও তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি সহায়ক হয়ে উঠেছে দুই দেশের ক্ষেত্রেই।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X